আগামীকাল শুক্রবার (১ ডিসেম্বর) বিশ্বব্যাপী তথা বাংলাদেশেও মুক্তি পাবে রণবীর কাপুরের আলোচিত অ্যানিমেল সিনেমা। সিনেমাটি নির্মিত হয়েছে প্রায় ২০০ কোটি ইন্ডিয়ান রুপি বাজেটে।
আমদানিকারক প্রতিষ্ঠান কিবরিয়া ফিল্মসের কর্ণধার গোলাম কিবরিয়া লিপু জানান বাংলাদেশে এরই মধ্যে সম্পন্ন হয়েছে আমদানির সব প্রক্রিয়া।
গোলাম কিবরিয়া লিপু দ্য ডেইলি স্টারকে জানান যে তথ্য মন্ত্রণালয়ের অনুমতি পাওয়া হয়েছে। তিনি এসময় আশা ব্যক্ত করেছেন যে সারাবিশ্বের সাথে একইদিনে মুক্তি দিতে পারবেন সিনেমাটি।
'অ্যানিমেল' সিনেমা ইতোমধ্যেই বক্স অফিসে ঝড় তুলতে যাচ্ছে বলে ধারণা করছেন সিনেমা বিশ্লেষকরা।
সিনেমাটিতে রণবীর কাপুরের সঙ্গে আছেন অভিনেত্রী রাশমিকা মান্দানা। এছাড়া আরো আছেন অনিল কাপুর, ববি দেওল, শক্তি কাপুর, প্রেম চোপড়া, সৌরভ সচদেব প্রমুখ।
'অ্যানিমেল' সিনেমার ট্রেইলার :