নির্বাচন পেছাতে সিইসিকে আইনি নোটিশ, কমিশনের সাথে যৌথ সভায় বসছে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল
নভে 29, 2023
নির্বাচন কমিশনের সাথে যৌথ সভায় বসছে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল। আজ বেলা তিনটায় আগারগাঁও নির্বাচন ভবনে শুরু হবে এই সভা। সভায় ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা অংশ নেয়ার কথা রয়েছে।
Similar topics for you...This topic continues below.
অনানুষ্ঠানিকভাবে নির্বাচিত হলেন যেসব প্রার্থী, ৫৫ আসনে আওয়ামী লীগ নির্বাচিত
যেখানে অনিয়ম সেখানেই অ্যাকশন, অনিয়ম হলে বাতিল হতে পারে প্রার্থিতা: ইসি রাশেদা
নির্বাচন পেছানোর এখতিয়ার কমিশনের নেই, বিদেশিদের নির্বাচন নিয়ে কথা বলার অধিকার আছে: সিইসি
আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে হতে যাচ্ছে এ সভা যেখানে নির্বাচন উপলক্ষে এ পর্যন্ত নেয়া কমিশনের বিভিন্ন পদক্ষেপ এবং নির্বাচন পদ্ধতি সম্পর্কে বৈঠকে জানাবে নির্বাচন কমিশন।
বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের বিষয়ে গতকাল মঙ্গলবার নির্বাচন ভবনে একটি আন্ত মন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয় যেখানে যেসব বিদেশী পর্যবেক্ষক নিজেদের খরচে আসবেন তাদের জন্য ৭ ই ডিসেম্বর পর্যন্ত আবেদন এবং আমন্ত্রিতদের জন্য ১৫ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধনের সুযোগ রাখার সিদ্ধান্ত নেয়া হয়।
এদিকে নির্বাচন পেছানোর দাবি জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালসহ সংশ্লিষ্টদের আইনি নোটিশ পাঠানো হয়েছে যেখানে ২৪ ঘণ্টার মধ্যে পদক্ষেপ নিতে বলা হয়েছে।
সূত্রমতে জানা গেছে যে মঙ্গলবার (২৮ নভেম্বর) ইমেইল ও রেজিস্ট্রি ডাকযোগে সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাড. মো. ইউনুছ আলী আকন্দ সংবিধানের ১২৩ অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন পেছানোর সুযোগ রয়েছে বলে উল্লেখ করে এই আইনি নোটিশ পাঠান।