ইনফো ন্যাশন বাংলাদেশ আন্তর্জাতিক খেলা ব্যবসা বাণিজ্য স্বাস্থ্য প্রযুক্তি নির্বাচন আরও

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৫৬.২৫% বাড়িয়ে সাড়ে ১২ হাজার টাকা নির্ধারণ

     নভে 7, 2023

তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের মজুরি ৫৬ দশমিক ২৫ শতাংশ বাড়িয়ে সাড়ে ১২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। মজুরি বাড়ানোর লক্ষ্যে গঠিত নিম্নতম মজুরি বোর্ডের ৬ষ্ঠ সভায় এ সিদ্ধান্ত হয়, যা আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে।

Similar topics for you...
This topic continues below.

নির্বাচনের কারণে ১লা জানুয়ারি শুরু হচ্ছে না ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা
মাটিকাটায় বৈদ্যুতিক গাড়ির চার্জিং পয়েন্ট উদ্বোধন
বাংলাদেশের তৈরি পোশাকের দাম বাড়িয়ে দেয়ার প্রতিশ্রুতি দিলো এইচঅ্যান্ডএম

মঙ্গলবার (৭ নভেম্বর) বিকেলে সচিবালয়ে শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান সংবাদ সম্মেলন করে পোশাক শ্রমিকদের নতুন মজুরি ঘোষণা করেন। তার আগে শ্রম ভবনে পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে গঠিত বোর্ডের ষষ্ঠ সভায় এই মজুরি চূড়ান্ত করা হয়। সভায় বেতন কাঠামো ৭টি থেকে কমিয়ে ৫টি নির্ধারণ করা হয়েছে বলে জানানো হয়েছে। 

তিনি বলেন,

"প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই আমরা তৈরি পোশাক শ্রমিকের নূন্যতম মজুরি ঘোষণা করছি। তাদের নূন্যতম মজুরি ৫৬ দশমিক ২৫ বাড়বে। ফলে পূর্বের ৮ হাজার টাকা থেকে নূন্যতম মজুরি বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা হবে। এছাড়া তাদের জন্য বছরে ৫ শতাংশ ইনক্রিমেন্ট থাকবে।"

শ্রম ভবনে পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে গঠিত বোর্ডের ষষ্ঠ সভায় শ্রমিকদের পক্ষ থেকে প্রতিনিধি ছিলেন জাতীয় গার্মেন্টস শ্রমিক-কর্মচারী লীগের সভাপতি সিরাজুল ইসলাম রনি। অন্যদিকে মালিকদের পক্ষ থেকে প্রতিনিধি ছিলেন তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক সভাপতি ও স্টার্লিং গ্রুপের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান।

এ ব্যাপারে চ্যানেল ২৪ জানায় -

 

 

Share on

পাঠান

Subscribe Now

Keep updated with the latest news!