বাইডেনের বক্তব্যের জেরে ওয়াশিংটনের কঠোর সমালোচনা করল রাশিয়া
অক্টো 20, 2023
ইউক্রেন ও ইসরায়েলকে সহায়তা যুক্তরাষ্ট্রের ভবিষ্যতের জন্য বিনিয়োগ বলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বক্তব্যের জেরে ওয়াশিংটনের কঠোর সমালোচনা করেছে রাশিয়া।
Similar topics for you...This topic continues below.
দুপুরের পর ফিরছেন সাজেকে আটকা ৭০০ পর্যটক!
মাথাচাড়া দিচ্ছে ডেঙ্গু! রোগ নির্ণয়ে দেরি, বাড়ছে জটিলতা!!
রাজধানী ঢাকায় ১০ ভারতীয় গ্রেফতার
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা আজ শুক্রবার মেসেজিং অ্যাপ টেলিগ্রামে এই সমালোচনা করেন।
গতকাল বৃহস্পতিবার (১৯ অক্টোবর) জাতির উদ্দেশে ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন। ভাষণ তিনি ইউক্রেন ও ইসরায়েলকে সহায়তা দেওয়ার বিষয়টিকে যুক্তরাষ্ট্রের ভবিষ্যতের জন্য বিনিয়োগ হিসেবে অভিহিত করেন।
বাইডেনের ভাষ্যে, এটা একটা স্মার্ট বিনিয়োগ। এই বিনিয়োগ প্রজন্ম থেকে প্রজন্মে যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য লভ্যাংশ জুগিয়ে যাবে। ইউক্রেন ও ইসরায়েলকে নতুন করে সহায়তা দেওয়ার জন্য তিনি কংগ্রেসের সমর্থন প্রত্যাশা করেন।
বাইডেনের এই মন্তব্যের বিষয়ে আজ প্রতিক্রিয়া জানান রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া। তিনি বলেন, বিনিয়োগ-সংক্রান্ত বাইডেনের মন্তব্য প্রমাণ করে, যুক্তরাষ্ট্র আদর্শিক কারণে লড়াইয়ে জড়ায় না। তারা ছায়াযুদ্ধ (প্রক্সি ওয়ার) থেকে লাভবান হয়।
মারিয়া বলেন, বাইডেনের মন্তব্যে নৈতিক মানদণ্ডের প্রতি মার্কিন প্রশাসনের বিশ্বাসঘাতকতা প্রকাশ পেয়েছে।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, মার্কিন প্রশাসন স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য লড়াইয়ের কথা বলে। কিন্তু এখন বোঝা যাচ্ছে, এর পেছনে রয়েছে শুধুই হিসাব। ওয়াশিংটন মূল্যবোধের কথা বলে সব সময় বিশ্বকে বোকা বানিয়েছে। অথচ তারা কখনো এই মূল্যবোধ ধারণ করেনি।