Get the best experience by installing our app!

0:00

আগামী ২০২৪ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর সাত লাখ ৪৭ হাজার ৩২২ জন সদস্য মাঠে দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন তবে এ সংখ্যার সঙ্গে সশস্ত্র বাহিনী যুক্ত নেই। জাতীয় সংসদ নির্বাচনে সশস্ত্র বাহিনী দায়িত্ব পালন করবে কিনা সে বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেয়া হয়নি তবে সশস্ত্র বাহিনী দায়িত্ব পালন করবে কিনা সে বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে বলে ইসি সূত্রে জানা গেছে।

গত ২০১৮ এর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়েন করা হয়েছিল ৬ লাখ ৮ হাজার সদস্য।

আজ সোমবার নির্বাচনী দায়িত্ব পালনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সম্ভাব্য ব্যয় নিয়ে  বৈঠক শেষে ইসি সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সাংবাদিকদের জানান, ভোটের মাঠে আনসার ৫ লাখ ১৬ হাজার, পুলিশ ও র‍্যাবসহ ১ লাখ ৮২ হাজার ৯১ জন, কোস্টগার্ড ২ হাজার ৩৫৫ জন আর বিজিবির সদস্য থাকবেন ৪৬ হাজার ৮৭৬ জন।

তিনি আরো জানান, তাদের দিক থেকে র‍্যাঙ্ক অনুযায়ী একজন পুলিশের সর্বনিম্ন ভাতা ৫৩৬ টাকা এবং সর্বোচ্চ ১২০০ টাকা আর র‍্যাবও একই পরিমাণ পাবে। বিজিবির সর্বনিম্ন ভাতা ৪০০ টাকা এবং সর্বোচ্চ ১২২৫ টাকা। কোস্টগার্ড সদস্যদের সর্বনিম্ন ভাতা ৬৩৭ টাকা এবং সর্বোচ্চ ১৮০০ টাকা। আনসার সদস্যদের সর্বনিম্ন ভাতা ১০০ টাকা আর সর্বোচ্চ ১০৫০ টাকা।
 
আশোক কুমার জানান যে এটি চূড়ান্ত কোনো বাজেট নয়। এ বাজেট আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে দেয়া হয়েছে। আমরা এটি বিবেচনা করে পরবর্তীতে চূড়ান্ত করব।

Join with us

পাঠান

Subscribe Now

Keep updated with the latest news!