মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন: সরে দাঁড়ানোর ঘোষণা মাইক পেন্সের
অক্টো 29, 2023
যুক্তরাষ্ট্রের আগামী ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী হওয়ার লড়াই থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন দেশটির সাবেক ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। খবর রয়টার্সের। ২০২৪ সালের নভেম্বরে অনুষ্ঠিতব্য এই প্রেসিডেন্ট নির্বাচনে তার অংশ নেওয়ার কথা ছিল।
Similar topics for you...This topic continues below.
দুপুরের পর ফিরছেন সাজেকে আটকা ৭০০ পর্যটক!
মাথাচাড়া দিচ্ছে ডেঙ্গু! রোগ নির্ণয়ে দেরি, বাড়ছে জটিলতা!!
রাজধানী ঢাকায় ১০ ভারতীয় গ্রেফতার
এ লক্ষ্যে প্রচার-প্রচারণা শুরু করলেও স্থানীয় সময় শনিবার (২৮ অক্টোবর) হঠাৎ করেই সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি। রোববার (২৯ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট পদে প্রার্থিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। শনিবার বিকেলে লাস ভেগাসে তিনি এ ঘোষণা দেন। এসময় পেন্স বলেন, ‘এটা আমার সময় নয়।’
তিনি বলেন, "এটা আমার সময় নয়। আমরা সবসময়ই জানতাম এ লড়াইয়ে চড়াই-উৎরাই থাকবে। কিন্তু আমার কোনো দুঃখ নেই।"
মাইক পেন্সই প্রথম কোন রিপাবলিকান প্রার্থী যিনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে থাকা সত্ত্বেও প্রচারণা স্থগিত করেছেন।
প্রচারণা ছেড়ে দিলেও রক্ষণশীল মূল্যবোধ রক্ষায় লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন সাবেক এ মার্কিন ভাইস প্রেসিডেন্ট।
সমর্থকদের উদ্দেশে লিখিত বিবৃতিতে পেন্স আরও বলেন, "আমি ভোটের প্রচার ছেড়ে বেরিয়ে যাচ্ছি। কিন্তু আমি কখনোই রক্ষণশীলদের মূল্যবোধের জন্য লড়াই ছাড়বো না।"