ইনফো ন্যাশন বাংলাদেশ আন্তর্জাতিক খেলা ব্যবসা বাণিজ্য স্বাস্থ্য প্রযুক্তি নির্বাচন আরও বিনোদন

যেখানে অনিয়ম সেখানেই অ্যাকশন, অনিয়ম হলে বাতিল হতে পারে প্রার্থিতা: ইসি রাশেদা

     জানু 3, 2024

আসন্ন নির্বাচন সুষ্ঠু করতে ভোটার মাঠে যেখানে অনিয়ম চোখে পড়বে সেখানেই অ্যাকশন নেয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা।

Similar topics for you...
This topic continues below.

অনানুষ্ঠানিকভাবে নির্বাচিত হলেন যেসব প্রার্থী, ৫৫ আসনে আওয়ামী লীগ নির্বাচিত
নির্বাচন পেছানোর এখতিয়ার কমিশনের নেই, বিদেশিদের নির্বাচন নিয়ে কথা বলার অধিকার আছে: সিইসি
আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ঘোষণা, ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশে দারিদ্র্যের হার ৩ শতাংশ লক্ষ্যমাত্রা

তিনি আজ বুধবার (৩ জানুয়ারি) দুপুরে রাজধানী ঢাকার নির্বাচন ভবনের কক্ষে সাংবাদিকদের এ কথা বলেন।

ইসি রাশেদা সাংবাদিকদের উদ্দেশে বলেন যে, আমি মনে করি নির্বাচনের মাঠ আমাদের নিয়ন্ত্রণে আছে। কোনো অনিয়ম পেলে আপনারা ছবি তোলেন এবং প্রমাণ দেন, আমরা সাথে সাথে অ্যাকশন নেব।
 
রাশেদা সুলতানা আরো জানান যে, প্রয়োজনে ভোট বাতিল করা হবে। কোনো অবস্থাতেই ছাড় দেয়া হবে না।

দলীয় সরকারের অধীনে ভোট সুষ্ঠু হবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি জানান যে সেটা বলার সময় এখনো আসেনি। তবে কমিশন নির্বাচন সুষ্ঠু করতে সর্বোচ্চ চেষ্টা করছে। 
 
এছাড়া নির্বাচন কমিশন এর যতগুলো আয়োজন সবকিছুর মূল্য উদ্দেশ্য শান্তি-শৃঙ্খলার সঙ্গে ভোট পরিচালনা করা। নির্বাচন কমিশন যতটুকু বাইরের পরিবেশ দেখেছে তাতে মনে হয়েছে ভোটের পরিবেশ সৃষ্টি হয়েছে বলে জানান নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। 

তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু করতে কমিশন বদ্ধ পরিকর। যেকোনো মূল্যে নির্বাচন গ্রহণযোগ্য করতে চায় নির্বাচন কমিশন।
 
রাশেদা সুলতানা বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কমিশন গুরুত্বের সঙ্গে নিয়েছে ভোটারদের কেন্দ্রে আনার বিষয়টি। এজন্য বিভিন্ন মাধ্যমে নির্বাচন কমিশন প্রচার করে যাচ্ছে। ভোটাররা কেন্দ্রের প্রাণ তাই ভোটার না থাকলে নির্বাচন নিষ্প্রাণ হয়ে যাবে। 

তিনি জানান যে তারা বিভিন্ন জায়গা থেকে যেসব তথ্য পাচ্ছেন তাতে নির্বাচন কমিশন আশাবাদী যে ভোট কেন্দ্রে অনেক ভোটার আসবে।

Share on

পাঠান

Subscribe Now

Keep updated with the latest news!