রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক যুদ্ধবিমান কেনার চুক্তি চূড়ান্ত করল ইরান
নভে 29, 2023
ইরানের সশস্ত্র বাহিনী গতকাল (মঙ্গলবার) ঘোষণা করেছে যে রাশিয়ার কাছ থেকে ইরান সুখোই এস-৩৫ যুদ্ধবিমানসহ আরো কিছু অত্যাধুনিক বিমান কেনার চুক্তি চূড়ান্ত করেছে। ইরানের উপ-প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মেহদি ফারাহি বার্তা সংস্থা তাসনিমকে এ তথ্য জানিয়েছেন।
Similar topics for you...This topic continues below.
খাগড়াছড়িতে বন্ধ যান চলাচল, রাঙামাটিতে ১৪৪ ধারা প্রত্যাহার
দুপুরের পর ফিরছেন সাজেকে আটকা ৭০০ পর্যটক!
মাথাচাড়া দিচ্ছে ডেঙ্গু! রোগ নির্ণয়ে দেরি, বাড়ছে জটিলতা!!
জেনারেল মেহদি ফারাহি জানান যে ইরানের সেনাবাহিনীর জন্য রাশিয়ার কাছ থেকে সুখোই এস-৩৫ যুদ্ধবিমান, মিল এমআই-২৮ অ্যাটাক হেলিকপ্টার এবং ইয়াক-১৩০ প্রশিক্ষণ বিমান কেনার চুক্তি চূড়ান্ত হয়েছে।
এছাড়া এসব সামরিক বিমান ইরানে আনার বিষয়টি নিশ্চিত করা হয়েছে এবং এগুলো তেহরানের কাছে সরবরাহের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন উপ-প্রতিরক্ষামন্ত্রী।
তিনি আরো বলেন যে সামরিক হেলিকপ্টারের সংখ্যার দিক দিয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী অবস্থানে আছে ইরান। এছাড়া তিনি বলেন যে এসব হেলিকপ্টারের গুণগত মানও কয়েক দফায় শক্তিশালী করা হয়েছে।