রোববারের মধ্যে ৩০০ আসনে দলীয় প্রার্থী ঘোষণা আওয়ামী লীগের, সাকিবের ব্যাপারে যা বললেন কাদের
নভে 24, 2023
রোববারের মধ্যে (২৬ নভেম্বর) আগামী ৭ই জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ৩০০ আসনে প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
Similar topics for you...This topic continues below.
অনানুষ্ঠানিকভাবে নির্বাচিত হলেন যেসব প্রার্থী, ৫৫ আসনে আওয়ামী লীগ নির্বাচিত
যেখানে অনিয়ম সেখানেই অ্যাকশন, অনিয়ম হলে বাতিল হতে পারে প্রার্থিতা: ইসি রাশেদা
নির্বাচন পেছানোর এখতিয়ার কমিশনের নেই, বিদেশিদের নির্বাচন নিয়ে কথা বলার অধিকার আছে: সিইসি
আজ শুক্রবার (২৪ নভেম্বর) বিকেলে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির কার্যলয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান ওবায়দুল কাদের।
তিনি জানান যে আগামী রোববারের মধ্যে (২৬ নভেম্বর) মনোনীত প্রার্থীদের চূড়ান্ত তালিকা ঘোষণা করবে আওয়ামী লীগ। একসঙ্গে ৩০০ আসনে দলের প্রার্থী ঘোষণা করা হবে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ক্রিকেটার সাকিব আল হাসান এর ব্যাপারে বলেন, সাকিব আল হাসান এখন থেকে রাজনীতি করবেন বলে তিনি দলকে জানিয়েছেন। তাই বাংলাদেশের যেকোনো আসন থেকে তিনি মনোনয়ন পেতে পারেন।
তিনি বলেন যে জনগণ নির্বাচনমুখী হয়েছে এটি সরকারের সাফল্য তবে রাজনীতিতে ব্যর্থ হয়ে বিএনপি এখন অর্থনীতিকে ধ্বংস করার পথ বেঁচে নিয়েছে। কিন্তু এভাবে হামলা করে নির্বাচন ভণ্ডুল করা যাবে না বলে জানিয়েছেন তিনি।
তিনি আরও জানান যে, বিএনপি নির্বাচনে আসবে না এটি উড়িয়ে দেয়া যায় না। তারা জোটগতভাবে না হলেও দলের ভেতর থেকে অনেকে অংশ নিতে পারেন।