পারস্পরিক সমঝোতার ভিত্তিতে জোটের সাথে আসন বন্টন করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শরিক হলেই আসন ছাড় দেয়া হবে না, প্রার্থী বিজয়ী হতে পারবে কিনা সেটা বিবেচনা করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রাজধানীর ধানমন্ডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

তিনি আরো বলেন, গতকাল পর্যন্ত তাদের আহ্বান জানানো হয়েছে। তিনি জানান সংবিধান অনুযায়ী নির্বাচনের একটা সময়সীমা আছে এটা অতিক্রম করে তফসিল পরিবর্তন সমর্থন করবে না আওয়ামীলীগ। তিনি আরো বলেন হরতাল অবরোধ করে বিএনপি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে।  তারা পুলিশ হত্যা করছে গণতন্ত্র ও বিচার ব্যবস্থাকে চ্যালেঞ্জ করছে। 

তিনি বলেন, বিএনপি প্রকাশ্যে এসব কর্মকাণ্ড করলেও মানবাধিকার নিরপেক্ষ নির্বাচনের কথা বলা ইউরোপ, যুক্তরাষ্ট্র এখন চুপ কেন এমন প্রশ্ন তোলেন তিনি। 

আসন বন্টনের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, পারস্পরিক সমঝোতার ভিত্তিতে জোটের সাথে আসন বন্টন হবে, শরিক হলেই যে আসন ছেড়ে দিতে হবে, উনি ইলেকশনে জেতার অবস্থা নেই, সেরকম জনসমর্থন নেই তাহলে আমি কি শরিক এজন্য আসন ছেড়ে দিয়ে কি হারবো? 

Join with us

পাঠান

Subscribe Now

Keep updated with the latest news!