ইনফো ন্যাশন বাংলাদেশ আন্তর্জাতিক খেলা ব্যবসা বাণিজ্য স্বাস্থ্য প্রযুক্তি নির্বাচন আরও

সুইজারল্যান্ড থেকে এলএনজি ও দুবাই থেকে গম কিনছে সরকার

     নভে 8, 2023

সুইজারল্যান্ড থেকে ৭১৩ কোটি টাকায় এক কার্গো বা ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি কেনার অনুমোদন দিয়েছে সরকার। সেই সঙ্গে দুবাই’র একটি প্রতিষ্ঠান থেকে ১৬৩ কোটি টাকায় ৫০ হাজার মেট্রিক টন গম কেনার অনুমোদন দিয়েছে সরকার।

Similar topics for you...
This topic continues below.

নির্বাচনের কারণে ১লা জানুয়ারি শুরু হচ্ছে না ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা
মাটিকাটায় বৈদ্যুতিক গাড়ির চার্জিং পয়েন্ট উদ্বোধন
বাংলাদেশের তৈরি পোশাকের দাম বাড়িয়ে দেয়ার প্রতিশ্রুতি দিলো এইচঅ্যান্ডএম

বুধবার (৮ নভেম্বর) দুপুরে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

বৈঠক শেষে অনুমোদিত প্রস্তাবগুলো সাংবাদিকদের কাছে তুলে ধরেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান। তিনি জানান, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রস্তাবের প্রেক্ষিতে পেট্রোবাংলা কর্তৃক সুইজারল্যান্ডের এম/এস টোটাল ইঞ্জিনিয়ারিং গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেডের নিকট থেকে ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি আমদানির অনুমোদন দেয়া হয়েছে। এতে ব্যয় হবে ৭১৩ কোটি ১ লাখ ৭৪ হাজার ৬৮৮ টাকা।  

অপরদিকে খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের প্রেক্ষিতে খাদ্য অধিদপ্তর কর্তৃক আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে প্যাকেজ-৪ এর আওতায় ৫০ হাজার মেট্রিক টন গম কেনার অনুমোদন দেয়া হয়েছে। দুবাইয়ের এম/এস গ্রাইন ফ্লাওয়ার ডিএমসিসি’র নিকট থেকে ১৬২ কোটি ৯৫ লাখ ৯৮ হাজার ৭৫০ টাকায় এই গম আমদানির অনুমোদন দেয়া হয়েছে।

সোর্স : সময় টিভি 

Share on

পাঠান

Subscribe Now

Keep updated with the latest news!