আজ রোববার (১৭ ডিসেম্বর) বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ২৯৪ আসনে দলের প্রার্থীদের লাঙ্গল প্রতীক বরাদ্দ দিতে নির্বাচন কমিশনে (ইসি) চিঠি দিয়েছে জাতীয় পার্টি (জাপা)। জাপার চেয়ারম্যান জিএম কাদের স্বাক্ষরিত এ চিঠি ইসিতে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

জাপার চেয়ারম্যান জিএম কাদের স্বাক্ষরিত চিঠিতে বলা হয় যে আসন্ন আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন বোর্ড ২৯৪ আসনে প্রার্থী চূড়ান্ত করেছে। জাতীয় পার্টির ক্ষমতাপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে জিএম কাদের তা অনুমোদন দিয়েছেন। চিঠিতে এসব প্রার্থীকে লাঙ্গল প্রতীক বরাদ্দে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনে (ইসি) অনুরোধ জানানো হয় ।


তবে এর আগে আজকে বিকেলে ২৮৩টি আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা জানান জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু।  

রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি জানান যে জাতীয় পার্টি খেলে যাবে, লড়াই করে যাবে। এসময় তিনি বলেন যে সব প্রার্থীদের নির্দেশনা দেয়া হয়েছে ২৮৩টি আসনে নির্বাচন করবে জাতীয় পার্টি এবং তিনি আসন সমঝোতার সংখ্যার বিষয়ে রাতে জানানো হবে বলে যোগ করেন।

এরপর আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ২৯৪ আসনে দলের প্রার্থীদের লাঙ্গল প্রতীক বরাদ্দ দিতে নির্বাচন কমিশনে (ইসি) চিঠি দিয়েছে জাতীয় পার্টি (জাপা) বলে জানানো হয়। 

উল্লেখ্য যে ১৫ নভেম্বর ২০২৩ তারিখের ঘোষিত তফসিল অনুযায়ী প্রতীক বরাদ্দ দেয়া হবে আগামী ১৮ ডিসেম্বর আর এদিন থেকেই প্রার্থিরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনের প্রচার-প্রচারণা শুরু করবেন যা ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত চলবে । আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট হবে আগামী ৭ জানুয়ারি।

Join with us

পাঠান

Subscribe Now

Keep updated with the latest news!