অবশেষে অবরুদ্ধ গাজায় ঢুকল ত্রাণবাহী ট্রাক
অক্টো 21, 2023 / GMT+6
অবশেষে অবরুদ্ধ ফিলিস্তিনের গাজা উপত্যকায় ত্রাণবাহী ট্রাক ঢুকেছে। টানা দুই সপ্তাহ ধরে অবরুদ্ধ গাজা। শনিবার (২১ অক্টোবর) রাফাহ ক্রসিং দিয়ে ২০টি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করে। ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রবেশ ও বের হওয়ার প্রধান পথ হচ্ছে রাফাহ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা বিষয়টি নিশ্চিত করেছে।
রাফাহ ক্রসিং থেকে আলজাজিরার প্রতিনিধি বলেন, ‘আমরা ক্রসিং দিয়ে ত্রাণসামগ্রীবাহী প্রথম ট্রাকটিকে গাজায় প্রবেশ করতে দেখেছি।’
কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, ত্রাণগুলো জাতিসংঘের গুদামগুলোতে রাখা হবে। সেখান থেকে গাজা উপত্যকাজুড়ে বিতরণ করা হবে। ত্রাণের মধ্যে ওষুধ, চিকিৎসাসামগ্রী এবং সীমিত পরিমাণ খাদ্য সামগ্রী (টিনজাত পণ্য) রয়েছে।
এদিকে, গাজায় মাত্র ২০টি ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে ফিলিস্তিনিরা। তাছাড়া, কোনো জ্বালানি সরবরাহ করা হয়নি। জ্বালানির অভাবে পাঁচটি হাসপাতাল সম্পূর্ণভাবে পরিষেবার বাইরে চলে গেছে।
বিশ্ব খাদ্য কর্মসূচির নির্বাহী পরিচালক সিন্ডি ম্যাককেইন বলছেন, গাজায় ত্রাণবাহী ট্রাক প্রবেশকে স্বাগত জানাচ্ছি। তবে ২০ ট্রাক সাহায্য যথেষ্ট নয়।
তিনি বলেন, গাজায় পরিস্থিতি ভয়াবহ। সেখানে খাবার, পানি, বিদ্যুৎ বা জ্বালানি নেই। আরও ত্রাণ পাঠাতে হবে। নিরাপদ এবং টেকসই ওপায়ে সঠিক সুবিধাভোগীদের হাতে সাহায্য পৌঁছাতে হবে।
ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার খবরে বলা হয়েছে, শনিবার ভোরে গাজার দক্ষিণ রাফাহ শহরের বেশ কয়েকটি আবাসিক ভবনে ইসরাইলের বোমাবর্ষণে হতাহতের ঘটনা ঘটেছে।
রাফাহ শহরের বেশ কয়েকটি আবাসিক ভবনে ইসরাইল বোমাবর্ষণ করেছে, এতে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন এবং ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ রয়েছেন আরও বহু মানুষ।
এদিকে গাজার উত্তরে জাবালিয়া শহরে ইসরাইলের হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। তবে আহতের বিষয়ে কিছু জানা যায়নি।
এ ছাড়া গতরাতে ইসরাইল বাহিনী রামাল্লা, নাবলুস, জেরিকো এবং হেব্রনেও বোমাবর্ষণ করেছে। এতে ১৭ বছরের এক কিশোরের মৃত্যুর খবর পাওয়া গেছে। একটি বাড়ি ধ্বংস হয়েছে, যেটি ছিল জেরিকোতে।
এ হামলায় সাংবাদিকসহ আরও ২০ জনেরও বেশি গ্রেফতার হয়েছেন।
বিবিসি ও রয়র্টাস জানিয়েছে, দুই সপ্তাহ ধরে চলা গাজায় ইসরাইলের নির্বিচার হামলায় ৪ হাজার ১৩৭ জন নিহত হয়েছেন। ১৩ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশু ১ হাজার ৫২৪, নারী ১ হাজারের বেশি। তাদের মধ্যে রয়েছেন ১১ সাংবাদিকও। এ ছাড়া পশ্চিমতীরে ইসরাইলের হামলায় শুক্রবার ৫ শিশুসহ ১৩ জন নিহত হয়েছেন।
Desh Tv Report -