শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

     অক্টো 17, 2024 / GMT+6

চিফ প্রসিকিউটরের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজার নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। আজ বৃহস্পতিবার, ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজার নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ জারি করা হয়। 

১৮ নভেম্বরের মধ্যে ট্রাইব্যুনালে হাজির হতে নির্দেশনা দেওয়া হয়েছে।  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় জুলাই ও আগস্টে সংঘটিত গণহত্যার অভিযোগের বিচার কার্যক্রমের প্রথম দিনেই তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

অপর অভিযোগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরায়ানো জারি করা হয়।  

সকালে সাড়ে ১১টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজার নেতৃত্বাধীন বেঞ্চে চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম শেখ হাসিনার শাসনামলে সংঘটিত হত্যা, গণহত্যা, বিচার বহির্ভূত হত্যা ও পিলখানা হত্যার বিবরণ তুলে ধরেন। একই সঙ্গে শেখ হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করে ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম।

গত ১৫ অক্টোবর নিয়োগের পর প্রথম কর্মদিবসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার। তার সঙ্গে ট্রাইব্যুনালের দুই সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মহিতুল হক এনাম চৌধুরীও উপস্থিত ছিলেন। এ সময় ট্রাইব্যুনালের রেজিস্ট্রারসহ অন্যান্য কর্মকর্তারা তাদের অভ্যর্থনা জানান।







 

Join with us

পাঠান

Subscribe Now

Keep updated with the latest news!