Get the best experience by installing our app!

কারফিউয়ের কারণে ১৩ দিন বন্ধ থাকার পর ময়মনসিংহ স্টেশনের কাছাকাছি ট্রেন চলাচল শুরু হয়েছে। এতে স্টেশন এলাকায় আবারও প্রাণচাঞ্চল্য ফিরতে শুরু করেছে।

কোটা আন্দোলন  সহিংসতা ও কারফিউয়ের কারণে টানা ১৩ দিন  বন্ধ ছিল দেশব্যাপী ট্রেন চলাচল। অবশেষে আজ থেকে স্বল্প দূরত্বে ট্রেন চলাচল শুরু হয়েছে।  কড়া নিরাপত্তার মদ্ধ দিয়ে আজ  ময়মনসিংহ স্টেশন থেকে প্রথম স্বল্প দূরত্বে ট্রেন চলাচল শুরু হয়েছে। তবে আপাতত শুধুমাত্র লোকাল ও কমিউটার ট্রেনে যাত্রী পরিবহন করা হচ্ছে। কোনো আন্তঃনগর কোনো ট্রেন এখনো  চালু হয়নি। 

এই সংশ্লিষ্ট সকল পরিষ্কার-পরিচ্ছন্নতা গত কালকেই সম্পন্ন করা হয়েছে। যেহেতু  দুই সপ্তাহ বন্ধের পর স্বল্প দূরত্বে ট্রেনগুলো চালু, তাই তেমন যাত্রীর চাপ দেখা যায়নি। যাত্রীর সংখ্যা অপেক্ষাকৃত কম। তবে ট্রেন চালু হওয়ার খবর সবাই জেনে গেলে যাত্রীর চাপ বাড়বে।

রেলওয়ে পুলিশ ও গার্ডও সচল যাতে  স্টেশনে কড়া নিরাপত্তা নিশ্চিত হয়।  টিকেট ছাড়া কাউকে প্ল্যাটফর্মে ঢুকতে দেয়া হচ্ছে না। এদিকে ময়মনসিংহ রেলওয়ের জংশন স্টেশনের সুপারিনটেনডেন্ট নাজমুল হক খান জানিয়েছেন, কয়েকদিনের মধ্যেই সব রুটে রেল যোগাযোগ স্বাভাবিক হবে।



 

Join with us

পাঠান

Subscribe Now

Keep updated with the latest news!