আইফেল টাওয়ারের কাছে পর্যটকদের ওপর ছুরি হামলা, নিহত ১, আহত ২
ডিসে 3, 2023
রোববার (৩ ডিসেম্বর) প্যারিসে পর্যটকদের লক্ষ্য করে চালানো ছুরি হামলার ঘটনায় একজন নিহত ও আহত হয়েছেন আরও দুজন। ঘটনাটি ফ্রান্সের রাজধানী প্যারিসের আইকনিক পর্যটন কেন্দ্র আইফেল টাওয়ারের কাছে ঘটেছে।
Similar topics for you...This topic continues below.
চমেক হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক শিশু উদ্ধার, আটক ২
ছবি ভাইরালের পর নিজ পরিবারের হাতে তরুণী খুন
ফাঁদ পেতে তরুণীদের বাধ্য করা হয় অনৈতিক কাজে
এ ঘটনার অভিযুক্ত হামলাকারীকে আটক করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
উক্ত প্রতিবেদনে বলা হয়েছে যে সেন্ট্রাল প্যারিসের একটি রাস্তায় হামলায় একজন নিহত ও দুইজন আহত হয়েছেন। এ বিষয়ে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন জানিয়েছেন যে একজন হামলাকারী আইফেল টাওয়ারের কাছে অবস্থিত কোয়াই ডি গ্রেনেলের আশপাশে পর্যটকদের লক্ষ্য করে হামলা চালায়। এতে এই হতাহতের ঘটনা ঘটে।
তিনি আরও জানান যে এই হামলায় অভিযুক্ত ২৬ বছর বয়সী এক ফরাসি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের একটি সূত্রের বরাত দিয়ে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে যে এ ঘটনায় নিহত ওই ব্যক্তি জার্মানির নাগরিক এবং হামলার সময় তাকে ছুরিকাঘাত করা হয়েছিল। এছাড়া ওপর আহত ব্যক্তিদের জরুরি সেবা দিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে।
ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন জানান যে সন্দেহভাজন ওই ব্যক্তি ফরাসি নিরাপত্তা দলগুলোর নজরদারি তালিকায় ছিলেন এবং ২০১৬ সালে আরেকটি হামলার পরিকল্পনার দায়ে ওই ব্যক্তিকে চার বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।
তিনি আরও জানান যে হামলাকারী ওই লোকটি মানসিক রোগে ভুগছিলেন।