Info Nation বাংলাদেশ আন্তর্জাতিক খেলা ব্যবসা বাণিজ্য স্বাস্থ্য প্রযুক্তি নির্বাচন আরও

আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ঘোষণা, ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশে দারিদ্র্যের হার ৩ শতাংশ লক্ষ্যমাত্রা

     ডিসে 27, 2023

আজ বুধবার (২৭ ডিসেম্বর) আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ উপলক্ষে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন দলের সভাপতি শেখ হাসিনা। রাজধানী ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ এর আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন দলপ্রধান।

Similar topics for you...
This topic continues below.

অনানুষ্ঠানিকভাবে নির্বাচিত হলেন যেসব প্রার্থী, ৫৫ আসনে আওয়ামী লীগ নির্বাচিত
যেখানে অনিয়ম সেখানেই অ্যাকশন, অনিয়ম হলে বাতিল হতে পারে প্রার্থিতা: ইসি রাশেদা
নির্বাচন পেছানোর এখতিয়ার কমিশনের নেই, বিদেশিদের নির্বাচন নিয়ে কথা বলার অধিকার আছে: সিইসি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ উপলক্ষে আওয়ামী লীগের এবারের ইশতেহারের স্লোগান হচ্ছে: স্মার্ট বাংলাদেশ : উন্নয়ন দৃশ্যমান, বাড়বে এবার কর্মসংস্থান। 

আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বক্তব্য দেন অতঃপর বাংলাদেশের উন্নয়নের অজ্ঞযাত্রার ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয় অনুষ্ঠানে।

২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ

আওয়ামী লীগের প্রতিশ্রুতি অনুযায়ী ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে দেশের সকল দুর্নীতি প্রতিরোধে বিশেষ পদক্ষেপ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সহ দেশের আর্থিক খাতের সুশাসনের ওপর জোর দিয়ে এ নির্বাচনী ইশতেহার প্রস্তুত করা হয়েছে বলে জানা গেছে।

 

নির্বাচনে জিতে আবারো ক্ষমতায় গেলে আওয়ামী লীগ নির্বাচনী ইশতেহার এ সামনের ৫ বছরে দেশের ২ লাখ যুবককে ৭৫০ কোটি টাকা যুব ঋণ দেয়ার অঙ্গীকার করেছে।

নির্বাচনী ইশতেহার জানানো হয়েছে যে দেশের জনমিতিক পরিবর্তনে আগামী ২০৪১ সালে বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেকের বয়স হবে ৩০ বছরের কম বয়সের এছাড়া ১৫-২৯ বছর বয়সের তরুণের সংখ্যা কমবেশি ২ কোটি বলে জানান দলটি আর তাই দেশের উন্নয়নে দলটি দেশের এই বৃহৎ তরুণ ও যুবসমাজকে সম্পৃক্ত রাখবে।

দেশের সকল জেলা উপজেলা মিলে মোট ৩১ লক্ষ যুবক কে প্রশিক্ষণ দেয়া হবে বলে জানানো হয় এছাড়া তাদের আত্মকর্মসংস্থানের জন্য সহায়তা অব্যাহত থাকবে।

এছাড়া নির্বাচনী ইশতেহারে দেশে দ্রব্যমূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন বেতনকাঠামো নির্ধারণের অঙ্গীকার করেছে আওয়ামী লীগ।

বাংলাদেশের দারিদ্র্য বিমোচন করে দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোই দলটির সবচেয়ে গুরুত্বপূর্ণ ও অগ্রাধিকারপ্রাপ্ত লক্ষ্যের অন্যতম বলে জানানো হয়েছে। তাই দেশের সকল  হতদরিদ্র, দুস্থ ও ছিন্নমূল মানুষের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার চলমান প্রক্রিয়া আরও শক্তিশালী করার অঙ্গীকার করেছে দলটি এছাড়া দেশ থেকে ভিক্ষাবৃত্তি ও ভবঘুরেপনা সম্পূর্ণ উচ্ছেদ করার কথা বলা হয়েছে।

২০৪১ সাল নাগাদ বাংলাদেশের দারিদ্র্যের হার ৩ শতাংশে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ উপলক্ষে আওয়ামী লীগের এবারের ইশতেহারে ২০৪১ সাল নাগাদ বাংলাদেশের দারিদ্র্যের হার ৩ শতাংশে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানা গেছে। 

 

এছাড়া দেশের তথ্যপ্রযুক্তির ক্রমবর্ধমান উৎকর্ষের সঙ্গে তাল মিলিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পরিবর্তিত বাস্তবতা ধারণ করার উপযোগী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেছে দলটি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ উপলক্ষে আওয়ামী লীগের এবারের ইশতেহারে স্মার্ট বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে স্মার্ট ও আধুনিক হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেছে আওয়ামী লীগ।

এছাড়া দেশে মাদক নির্মূল করা, সাইবার ক্রাইম প্রতিরোধ ও দমন করা, অনৈতিক মানি লন্ডারিং, গুজব প্রতিরোধ, মানব পাচার রোধসহ উগ্র-জঙ্গীবাদ, দেশে সীমান্ত সড়ক নির্মাণ করা সহ সাম্প্রদায়িকতা ও সন্ত্রাসবাদ দমনের লক্ষ্যে পরিচালিত সকল চলমান অভিযান অব্যাহত রাখার কথা বলা হয়েছে।

Share on

Subscribe Now

Keep updated with the latest news!