আওয়ামী লীগের ৩ আসনে মনোনয়ন ফরম কিনলেন সাকিব

     নভে 18, 2023 / GMT+6

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ এর জন্য আওয়ামী লীগ থেকে মনোনয়ন ফরম কিনেছেন বাংলাদেশ ক্রিকেট দলের তারকা ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এছাড়া তার নামে মাগুরা ১ ও ২ আসনের দলীয় মনোনয়ন ফরমও সংগ্রহ করা হয়েছে।

২০১৮ এর একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও সাকিব আল হাসান এর যোগ দেয়ার গুঞ্জন উঠেছিল। কিন্তু তাকে রাজনীতির মাঠে দেখা যায়নি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে।

তবে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ এর লড়াইয়ে দেখা যাবে সাকিবকে।

এর আগে আজ শনিবার (১৮ নভেম্বর) সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলটির কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম শুরু হয়।  ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউ এর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদ নির্বাচনে অংশ নেয়ার জন্য প্রথম দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন। তিনি গোপালগঞ্জ-৩ আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেন। 

এছাড়া আজ প্রথম দিনেই ১ হাজার ৬৪ জন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন বলে জানিয়েছেন দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া।

Join with us

পাঠান

Subscribe Now

Keep updated with the latest news!