আপিল করে নির্বাচনে ফিরলেন ২৮৫ প্রার্থী
ডিসে 15, 2023
আসন্ন ২০২৪ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্বাচন কমিশনে আপিল করেছিলেন ৫৬০ জন যার মধ্যে গত ১০ ডিসেম্বর থেকে শুরু হয়ে ছয় দিনে ২৮৫ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন।
Similar topics for you...This topic continues below.
অনানুষ্ঠানিকভাবে নির্বাচিত হলেন যেসব প্রার্থী, ৫৫ আসনে আওয়ামী লীগ নির্বাচিত
যেখানে অনিয়ম সেখানেই অ্যাকশন, অনিয়ম হলে বাতিল হতে পারে প্রার্থিতা: ইসি রাশেদা
নির্বাচন পেছানোর এখতিয়ার কমিশনের নেই, বিদেশিদের নির্বাচন নিয়ে কথা বলার অধিকার আছে: সিইসি
আজ শুক্রবার (১৫ ডিসেম্বর) ইসি সচিব মো. জাহাংগীর আলম রাজধানী ঢাকার আগারগাঁও এর নির্বাচন কমিশন ভবনে আপিল শুনানি কার্যক্রম এসব তথ্য জানান।
১০ই ডিসেম্বর থেকে চলা আপিল শুনানি কার্যক্রম আজকে শেষ হয় আর এতে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং যেসকল প্রার্থীরা আপিল করেন তাদের পক্ষে তার আইনজীবী ও প্রার্থী সশরীরে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আপিল শুনানিতে উপস্থিত ছিলেন।
মোট ৫৬০টি আপিল শুনানির মধ্যে এসব আপিল আবেদনের মধ্যে ৩২ জন বৈধ প্রার্থীর প্রার্থিতা বাতিল চান।
আজ শুক্রবার (১৫ ডিসেম্বর) আপিল শুনানির শেষ দিনে ৮৪টি আপিলের মধ্যে ২২ প্রার্থীর আপিল মঞ্জুর হয়েছে। নামঞ্জুর হয় ৬২ জনের আপিল বলে জানা গেছে।
এছাড়া আপিল শুনানির পঞ্চম দিনে ৪৪ জন, চতুর্থ দিনে ৪৮ জন, তৃতীয় দিনে ৬৪ জন, দ্বিতীয় দিনে ৫১ জন, আর প্রথম দিনের শুনানিতে ৫৬ জন প্রার্থিতা ফিরে পান।
১৫ নভেম্বর ২০২৩ তারিখের ঘোষিত তফসিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর আর প্রতীক বরাদ্দ দেয়া হবে আগামী ১৮ ডিসেম্বর। ১৮ ডিসেম্বর থেকে প্রার্থিরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনের প্রচার-প্রচারণা শুরু করবেন যা ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত চলবে । দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট হবে আগামী ৭ জানুয়ারি।