জাতীয় পার্টি (জাপা) মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেছেন যে সরকার সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দিয়েছে বলেই তারা নির্বাচনে এসেছেন। এসময় তিনি জানান যে জাপা দলীয় প্রতীকে, এককভাবে নির্বাচন করবে।

গত কয়েক বছরের স্থানীয় নির্বাচনের অভিজ্ঞতা সুখকর ছিল না মন্তব্য করে মো. মুজিবুল হক চুন্নু জানান যে জাতীয় পার্টি নির্বাচনের সুষ্ঠু পরিবেশ চায়। নির্বাচনের পরিবেশ সুন্দর হবে বলে আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের সঙ্গে সরকারও আশ্বস্ত করেছে ভালো পরিবেশ হবে বলে যোগ করেন তিনি।

মঙ্গলবার বনানীর জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে জাতীয় পার্টির মহাসচিব এসব কথা বলেন। 

মো. মুজিবুল হক চুন্নু আরও বলেন যে নির্বাচনের পরিবেশ পরিস্থিতি বোঝা যাবে প্রতীক বরাদ্দের পর। তিনি জানান যে এখন পর্যন্ত জাতীয় পার্টির ৯ জনের প্রার্থীতা বাতিল হয়েছে এব্বং ২৭২ জনের মনোনয়নপত্র বৈধ আছে। তিনি বলেন যে বাতিল হওয়া নয়জন আপিল করবেন।

জাপা মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেন যে বর্তমানে এন্টি আওয়ামী লীগের ভোট ডাবল রয়েছে | ভোটাররা কেন্দ্রে আসতে পারলে এবং ভোটাধিকার প্রয়োগ করতে পারলে জাতীয় পার্টি আওয়ামী লীগের থেকে বেশি ভোট পাবে।

Join with us

পাঠান

Subscribe Now

Keep updated with the latest news!