আমাদের সম্পদ বেড়েছে। সম্পদ শেয়ার করার মনোভাব আমাদের মধ্যে এসেছে - পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

     নভে 6, 2023 / GMT+6

আমাদের সম্পদ বেড়েছে। সম্পদ শেয়ার করার মনোভাব আমাদের মধ্যে এসেছে। সোমবার (৬ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক প্রচার সম্মেলনে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান একথা বলেন।

তিনি বলেন, নারীদের শিক্ষা ও স্বাস্থ্যে আমরা অন্যান্য অনেক দেশের তুলনায় ভালো আছি। কিন্তু তা যথেষ্ঠ না। এই বিষয়গুলো পরিবর্তন প্রয়োজন। যার জন্য দরকার রাজনৈতিক শক্তি। গত দেড় দশকে ইতিবাচক পরিবর্তন লক্ষণীয়।

মন্ত্রী আরও বলেন, নারীদের এগিয়ে নিয়ে যাওয়ার কাজটা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ উদ্যোগেই করেন। তিনি আরো যোগ করেন  বিবাদ করার দরকার নেই, বন্ধু বাছাই করা প্রয়োজন।


তিনি আরো বলেন, আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা কি চাই, উন্নয়ন নাকি শুধু আলোচনার পর আলোচনা। আমরা কি চাই গ্রামে টিকা দেবো, খাবার দেবো, প্রয়োজনীয় সব দেবো নাকি শুধু আলোচনা করবো আর কথা বলে যাবো।

Join with us

পাঠান

Subscribe Now

Keep updated with the latest news!