আল-আকসা মসজিদ বন্ধ করল ইসরাইল, ফিলিস্তিনে নিহতের সংখ্যা সাড়ে ৬ হাজার ছাড়িয়েছে

     অক্টো 25, 2023 / GMT+6

মুসলমানদের তৃতীয় গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান জেরুজালেমের পুরোনো শহরে অবস্থিত আল-আকসা মসজিদ বন্ধ করে দিয়েছে ইসরাইলি পুলিশ। এদিকে হামলা শুরুর পর থেকে নিহতের সংখ্যা সাড়ে ৬ হাজার ছাড়িয়ে গেছে। খবর আলজাজিরা, বিবিসি, এপি, রয়টার্সের।

মসজিদটিতে মুসলমান ধর্মালম্বীদের প্রবেশ করতে দিচ্ছে না তারা। পবিত্র স্থানটির দায়িত্বে থাকা ইসলামিক ওয়াকফ বিভাগের বরাতে মঙ্গলবার এ তথ্য জানিয়েছে ফিলিস্তিনের সংবাদ সংস্থা ডব্লিউএএফএ। খবর আল-আরাবিয়ার।

প্রতিবেদনে রিয়াদভিত্তিক গণমাধ্যমটি জানায়, ইসলামিক ওয়াক্ফ একটি সংস্থা। জর্ডান থেকে নিযুক্ত সংস্থাটি আল-আকসা মসজিদটি পরিচালনা করে।

সংস্থাটি বলছে, ইসরাইলের পুলিশ কর্মকর্তারা হঠাৎ করে দেওয়ালে ঘেরা প্রাঙ্গণের দিকে যাওয়ার সমস্ত গেইট বন্ধ করে দেয়। ইহুদি উপাসকদের প্রার্থনা করার অনুমতি দেওয়া হলেও মুসলমানদের প্রবেশ করতে বাধা দেওয়া হয়।

গণমাধ্যমটি আরও বলছে, পবিত্র মসজিদটির প্রাঙ্গণে মুসলমান ছাড়াও যেকোনো ধর্মের মানুষ যেতে পারেন। শুধুমাত্র মুসলমান ধর্মালম্বীরাই সেখানে প্রার্থনা করতে পারেন। তবে, অনুমতি না থাকা সত্বেও কিছু কিছু ইহুদি এখনো প্রাঙ্গণে উপাসনা করে।



এদিকে ইসরাইল গাজায় নতুন জ্বালানি প্রবেশে বাধা দেওয়ার পাশাপাশি অভিযোগ করেছে হামাস হাজার হাজার লিটার জ্বালানি মজুত করে রেখেছে। এরই মধ্যে গাজায় বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরাইলি বিমানবাহিনী। মঙ্গলবার রাতের হামলায় গাজায় কমপক্ষে ৮০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে হামলা শুরুর পর থেকে নিহতের সংখ্যা সাড়ে ৬ হাজার ছাড়িয়ে গেছে। খবর আলজাজিরা, বিবিসি, এপি, রয়টার্সের। 

জরুরি পরিষেবা বন্ধ করে দেওয়া অবরুদ্ধ গাজা উপত্যকার হাসপাতালের জ্বালানি ফুরিয়ে যাওয়ায় জরুরি সেবা ছাড়া সব ধরনের সেবা বন্ধ হয়ে গেছে। আর জাতিসংঘ জানিয়েছে, নতুন করে জ্বালানি না পেলে বুধবার রাতের মধ্যে তাদের কার্যক্রম বন্ধ করে দিতে হবে। এ অবস্থায় স্বাস্থ্য ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে বলে দাবি করেছে গাজার মন্ত্রণালয়। 

অবরুদ্ধ গাজায় বুধবার রাতেই জ্বালানি শেষ হয়ে যাবে বলে সতর্কতা জারি করেছেন জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক ত্রাণ ও কর্মসংস্থান সংস্থার (ইউএনআরডব্লিউএ) কর্মকর্তারা। একই সঙ্গে ইসরাইলি হামলায় মানবিক বিরতির আহ্বান জানিয়ে ত্রাণ সরবরাহের আহ্বান জানিয়েছে বিশ্বের বেশ কয়েকটি দেশ। ইসরাইলি সেনাবাহিনী অভিযোগ করে বলেছে, হামাস জ্বালানি মজুত করে রেখেছে। ইসরাইলের প্রকাশ করা উপগ্রহের ছবিতে দেখা গেছে, গাজার ভেতরে এক ডজন জ্বালানি ট্যাংক রয়েছে। তারা বলছে, সেখানে পাঁচ লাখ লিটার জ্বালানি রয়েছে।

Join with us

পাঠান

Subscribe Now

Keep updated with the latest news!