ইসরায়েলকে কাঁপিয়ে দেয়ার হুমকি ইরানের
অক্টো 15, 2023
গাজার সাধারণ মানুষের ওপর নির্বিচার হামলাকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে চিহ্নিত করে ইরান বলেছে, হামলা বন্ধ না করলে ভূমিকম্পের মত শক্তিশালী প্রতিরোধের মুখে পড়বে ইসরায়েল। কাতার ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে।
Similar topics for you...This topic continues below.
দুপুরের পর ফিরছেন সাজেকে আটকা ৭০০ পর্যটক!
মাথাচাড়া দিচ্ছে ডেঙ্গু! রোগ নির্ণয়ে দেরি, বাড়ছে জটিলতা!!
রাজধানী ঢাকায় ১০ ভারতীয় গ্রেফতার
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে টানা এক সপ্তাহেরও বেশি সময় ধরে ইসরায়েলের সংঘাত চলছে। ইতোমধ্যে গাজা উপত্যকায় ব্যাপক হামলা শুরু করে ইসরায়েল। অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান এই হামলাকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে উল্লেখ করে তা বন্ধ করতে ইসরায়েলকে সতর্ক করেছে মধ্যপ্রাচ্যের আরেক দেশ ইরান। না হলে দখলদারী দেশটিকে অবিনাশী ভূমিকম্পের সম্মুখীন হতে হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছে তেহরান।
কাতার ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে।
আপডেটে আরও উল্লেখ করা হয়, ‘খুব দেরী’ হওয়ার আগেই ইসরায়েলকে যুদ্ধ থামাতে বলেছে ইরান।
ফিলিস্তিন সীমান্তে ইসরায়েলের অভ্যন্তরে হামাস যোদ্ধাদের হামলার পর থেকে চলমান ইসরাইলি আক্রমণে মৃত্যুপুরিতে পরিনত হয়েছে গাজা উপত্যকা।
আঞ্চলিক সফরের অংশ হিসেবে শুক্রবার সিরিয়ার রাজধানী দামেস্কে গিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমির-আবদোল্লাহিয়ান ইতোমধ্যে ইসরাইলি হামলার প্রতিরোধে সমস্ত পক্ষ প্রস্তুত বলে ঘোষণা দিয়েছেন।