ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে তীব্র লড়াই চালাচ্ছে হামাস
অক্টো 29, 2023 / GMT+6
ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সামরিক শাখা আল-কাসেম ব্রিগেডস জানিয়েছে, গাজা উপত্যকায় প্রবেশ করা ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে তীব্র লড়াইয়ে লিপ্ত হয়েছে তাদের যোদ্ধারা। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ইরিজ শহরের কাছে সুড়ঙ্গ থেকে বের হয়ে তাদের সেনাদের উপর অতর্কিত হামলা চালায় হামাস।
এ ব্যাপারে রোববার (২৯ অক্টোবর) এক বিবৃতিতে আল-কাসেম ব্রিগেডস বলেছে, ‘গাজার উত্তরপশ্চিমাঞ্চলে মেশিন গান এবং ট্যাংক বিধ্বংসী অস্ত্র নিয়ে ইসরায়েলি দখলদার সেনাদের বিরুদ্ধে আমাদের যোদ্ধারা তীব্র লড়াই করছে।’
রোববার সন্ধ্যায়ও গাজার ভেতর তীব্র বিমান হামলা চালিয়ে যাচ্ছিল ইসরায়েলি বিমান বাহিনী। সঙ্গে চলছিল কামান হামলা। অপরদিকে ট্যাংক নিয়ে স্থল হামলা চালাচ্ছিল সেনাবাহিনী।
এদিকে ইসরায়েলি আর্মি রেডিও বলেছে, রোববার (২৯ অক্টোবর) গাজা উপত্যকায় হঠাৎ করে সুড়ঙ্গ থেকে বের হয়ে আসেন হামাসের যোদ্ধারা। যা ইসরায়েলি সীমান্ত থেকে কয়েকশ মিটার দূরে অবস্থিত। হামাসের যোদ্ধারা বের হয়ে ইসরায়েলি সেনাদের সঙ্গে লড়াই শুরু করেন।
অতর্কিত হামলা চালানো হামাসের অনেক যোদ্ধাকে হত্যার দাবি জানিয়েছে প্রতিরক্ষা বাহিনী। যদিও তাদের এ দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
হামাস ও ইসরায়েলি সেনাদের মধ্যে লড়াই চলার সময় মর্টার ছোড়া হয়। মর্টার ছোড়ার কারণে ইসরায়েলের নেতিভ হা’আসারায় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে।
একাত্তর টিভি জানায় -