ইসরায়েলের ২ নারী বন্দিকে মুক্তি দিল হামাস
অক্টো 24, 2023
গাজায় হামাসের হাতে বন্দি ইসরায়েলের দুই নারীকে মুক্তি দেওয়া হয়েছে। কাতার ও মিশরের মধ্যস্থতায় সোমবার (২৩ অক্টোবর) ওই দুই বন্দিকে ছেড়ে দেওয়া হয়। মঙ্গলবার (২৪ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
Similar topics for you...This topic continues below.
দুপুরের পর ফিরছেন সাজেকে আটকা ৭০০ পর্যটক!
মাথাচাড়া দিচ্ছে ডেঙ্গু! রোগ নির্ণয়ে দেরি, বাড়ছে জটিলতা!!
রাজধানী ঢাকায় ১০ ভারতীয় গ্রেফতার
প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় হামাসের হাতে বন্দি দুই নারীকে মুক্তি দেওয়া হয়েছে বলে ফিলিস্তিনি এই গ্রুপ এবং ইন্টারন্যাশনাল কমিটি অব রেড ক্রস (আইসিআরসি) জানিয়েছে।
হামাসের সশস্ত্র শাখার একজন মুখপাত্র বলেছেন, কাতার ও মিশরের মধ্যস্থতায় ওই দুই বন্দিকে ছেড়ে দেওয়া হয়েছে।
সোমবার এক বিবৃতিতে মুখপাত্র আবু ওবাইদা গ্রুপের টেলিগ্রাম চ্যানেলে বলেন, ‘মানবিক দৃষ্টিকোণ থেকে দুর্বল স্বাস্থ্যের কারণে’ ওই দুই বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে।
এছাড়া ৮৫ বছর বয়সী ইয়োচেভেদ লিফশিটজ এবং ৭৯ বছর বয়সী নুরিট কুপারের মুক্তির বিষয়টি ইন্টারন্যাশনাল কমিটি অব রেড ক্রসও নিশ্চিত করেছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে আইসিআরসি বলেছে, ‘আমরা আশা করি তারা শিগগিরই তাদের প্রিয়জনদের কাছে ফিরে যাবে।’
আল জাজিরা বলছে, গত ৭ অক্টোবরের সেই হামলার পর হামাসের কাছ থেকে প্রথম বন্দি মুক্তির ঘটনা ঘটে গত শুক্রবার। সেদিন হামাস কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব প্রাপ্ত জুডিথ রানান এবং তার মেয়ে নাটালিকে মুক্তি দেয়।