ইসরায়েল থেকে সব কূটনীতিক প্রত্যাহার দক্ষিণ আফ্রিকার
নভে 6, 2023
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে সব কূটনীতিককে প্রত্যাহারের ঘোষণা দিয়েছে দক্ষিণ আফ্রিকা। ইসরায়েলের সাথে সম্পর্ক মূল্যায়নের অংশ হিসেবে কূটনীতিককে প্রত্যাহার করা হয়েছে বলে সোমবার দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী নালেদি প্যান্ডর জানিয়েছেন।
Similar topics for you...This topic continues below.
দুপুরের পর ফিরছেন সাজেকে আটকা ৭০০ পর্যটক!
মাথাচাড়া দিচ্ছে ডেঙ্গু! রোগ নির্ণয়ে দেরি, বাড়ছে জটিলতা!!
রাজধানী ঢাকায় ১০ ভারতীয় গ্রেফতার
কূটনীতিকদের ফিরিয়ে নেওয়ার ঘটনাকে ‘স্বাভাবিক’ বলে অভিহিত করেছেন নালেদি প্যান্ডর। যদিও ইসরায়েলে দক্ষিণ আফ্রিকার কোনও রাষ্ট্রদূত নিযুক্ত নেই।
পররাষ্ট্রমন্ত্রী নালেদি প্যান্ডর পরে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা ফিলিস্তিনি অঞ্চলে শিশু ও নিরপরাধ বেসামরিকদের অব্যাহত হত্যাকাণ্ডে অত্যন্ত উদ্বিগ্ন। ইসরায়েলের প্রতিক্রিয়া নির্বিচারে সবাইকে শাস্তি দিচ্ছে।’
তিনি আরো বলেন, আমরা বিশ্বাস করি, ইসরায়েলের প্রতিক্রিয়ার ধরন সামষ্টিক শাস্তিতে পরিণত হয়েছে। দক্ষিণ আফ্রিকা ফিলিস্তিনে যুদ্ধবিরতির আহ্বান অব্যাহত রাখবে।
সোমবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, রোববার রাতভর ইসরায়েলি সামরিক বাহিনীর বিমান হামলায় উপত্যকায় নতুন করে ২০০ মানুষ নিহত হয়েছেন।
সর্বশেষ তথ্যমতে গাজায় চলমান যুদ্ধে গত প্রায় এক মাসে ইসরায়েলি বোমা হামলায় মৃতের সংখ্যা ৯ হাজার ৯২২ জনে পৌঁছেছে বলে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে খবর আল জাজিরার।
এদিকে হামাস আতঙ্কে গাজায় পিছু হটছে ইসরায়েলি সেনারা এমনটাই জানিয়েছে এক প্রতিবেদনে একাত্তর টিভি -