ইসরায়েল নয়, অন্য পক্ষ গাজার হাসপাতালে হামলা চালিয়েছে: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

     অক্টো 18, 2023 / GMT+6

ইসরায়েলে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তেল আবিবে পৌঁছেই হামাসের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলের প্রতি সমর্থনের কথা জানালেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, গাজায় হাসপাতালে ভয়াবহ হামলার ঘটনায় তিনি ‘ক্ষুব্ধ’। বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বাইডেন বলেন, ‘গতকাল হাসপাতালে বিস্ফোরণের ঘটনায় আমি খুবই মর্মাহত ও ক্ষুব্ধ এবং আমি যা দেখেছি, তাতে আমার মনে হয়েছে, এটি আপনারা (ইসরায়েল) নয়, অন্য কোনো পক্ষ করেছে।’

 ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে অবতরণ করে বাইডেনকে বহনকারী মার্কিন বিমান। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বাইডেনকে অভ্যর্থনা জানান। যুদ্ধের মধ্যেই আজ বুধবার স্থানীয় সময় বেলা ১১টার দিকে তেল আবিবে পৌঁছান মার্কিন প্রেসিডেন্ট।

সফরে বাইডেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তাঁর যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বৈঠক করবেন। বাইডেন এমন সময় এই সফরে গেলেন, যখন ফিলিস্তিনের গাজার একটি হাসপাতালে বোমা হামলার অভিযোগ উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে। তবে ইসরায়েলে পৌঁছেই বাইডেন বলেছেন, হাসপাতালে ভয়াবহ বোমা হামলার ঘটনায় ইসরায়েল দায়ী নয়। বরং এ ঘটনায় অন্যরা দায়ী।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, গাজায় হাসপাতালে ভয়াবহ হামলার ঘটনায় তিনি ‘ক্ষুব্ধ’। আসলে কী ঘটেছিল, সে বিষয়ে জানতে তিনি তাঁর জাতীয় নিরাপত্তা দলকে এ ঘটনায় তথ্য সংগ্রহের নির্দেশ দিয়েছেন।

ইসরায়েলের উদ্দেশে যাত্রা শুরুর আগে গতকাল এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আল–আহলি আল–আরবি হাসপাতালে ওই বিস্ফোরণের ঘটনায় আমি ক্ষুব্ধ এবং গভীরভাবে মর্মাহত। ওই ঘটনায় বিপুলসংখ্যক প্রাণহানি হয়েছে।’

প্রেসিডেন্ট বাইডেন বলছেন, ‘যুক্তরাষ্ট্র দ্ব্যর্থহীনভাবে এই সংঘাতে বেসামরিক নাগরিকদের সুরক্ষার পক্ষে রয়েছে। ওই ‘বিস্ফোরণের’ ঘটনায় নিহত রোগী, স্বাস্থ্যকর্মী ও নিরীহ মানুষের প্রাণহানির মতো মর্মান্তিক ঘটনায় আমরা শোক প্রকাশ করছি।’

Join with us

পাঠান

Subscribe Now

Keep updated with the latest news!