এইচএসসি পরীক্ষায় পদার্থবিজ্ঞান ১ম পত্রের পরিবর্তে ২য় পত্রের প্রশ্ন বিতরণ

     জুল 11, 2024 / GMT+6

চলমান এইচএসসি পরীক্ষা-২০২৪ এ চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে একটি পরীক্ষার কেন্দ্রে পদার্থবিজ্ঞান ১ম পত্রের পরীক্ষায় পরীক্ষার্থীদেরকে পদার্থবিজ্ঞান ২য় পত্রের প্রশ্ন দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (১১ জুলাই) চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীতে বিজয় স্মরণী কলেজ কেন্দ্রে এই ঘটনা ঘটে। পরীক্ষার্থীরা কেন্দ্র পর্যবেক্ষকদের বিষয়টি জানালে প্রশ্ন ফিরিয়ে নিয়ে পরীক্ষা স্থগিত করা হয়। এতে পরীক্ষার্থীরা উদ্বেগ ও উৎকণ্ঠায় সময় কাটাচ্ছেন।

চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, "পরীক্ষার প্রশ্ন বিতরণের দায়িত্ব জেলা প্রশাসনের। আর প্রতিদিন সকালে প্রশ্ন কেন্দ্রে নিয়ে যাওয়ার দায়িত্ব কেন্দ্র সচিবের।"

তিনি আরও বলেন, "কেন্দ্র সচিব ও জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার অবহেলা ও অদক্ষতার কারণে বিজয় স্মরণী কলেজ কেন্দ্রে পদার্থবিজ্ঞান ১ম পত্রের পরিবর্তে ২য় পত্রের প্রশ্ন সরবরাহ করা হয়েছে। বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং প্রশ্ন পরিবর্তন করে পরীক্ষা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। সময় সমন্বয় করে আজকেই পরীক্ষা অনুষ্ঠিত হবে।"

অধ্যাপক রেজাউল করিম আরও জানান, "ভুল করে সরবরাহ করা পদার্থবিজ্ঞান ২য় পত্রের প্রশ্ন দিয়ে পরীক্ষা হবে না। বিকল্প প্রশ্নে পদার্থবিজ্ঞান ২য় পত্রের পরীক্ষা রুটিন অনুযায়ী অনুষ্ঠিত হবে।"

এ ধরনের ভুলের জন্য তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

 

Join with us

পাঠান

Subscribe Now

Keep updated with the latest news!