এই মুহূর্তে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পরিস্থিতি নেই: শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল

     জুল 29, 2024 / GMT+6

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল জানিয়েছেন, বর্তমানে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পরিস্থিতি নেই।

সোমবার বিকেল সাড়ে চারটায়  শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পেনশন ইস্যুতে এক বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী নওফেল ।  বৈঠকে প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ড. কামাল আবদেল নাসের চৌধুরী, শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদসহ আরো কয়েকজন মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। সোমবার (২৯ জুলাই)  কিছু শিক্ষার্থী রাস্তায় নেমেছে, এমন পরিস্থিতিতো শিক্ষাপ্রতিষ্ঠান কবে খোলা হবে এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, এই মুহূর্তে সেই পরিস্থিতি তো নেই। 

তিনি আরো বলেন, আজকে কয়জন নেমেছে এই বেপারে তো আমাদের এখন পর্যন্ত কোনো ধারণা নেই।  তথ্য পেলে আমরা জানাতে পারবো। এ বিষয়ে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তাদের সঙ্গে আলোচনা করে জানতে হবে।  

আজ মন্ত্রিসভায় প্রাথমিক বিদ্যালয় খোলার বিষয়ে আলোচনা হয়েছে কি-না জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, “এ বিষয়ে আমি এখন কোনো মন্তব্য করব না। সেখানে কী আলোচনা হয়েছে তা বাইরে আলোচনা করা যায় না।”

 

Join with us

পাঠান

Subscribe Now

Keep updated with the latest news!