এনআইডি ছাড়া সুপ্রিম কোর্টে প্রবেশ করা যাবে না

     নভে 21, 2023 / GMT+6

সুপ্রিম কোর্ট প্রশাসন ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্ধারিত স্টিকার ছাড়া সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে গাড়ি প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে আর বিনা প্রয়োজনে বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে প্রবেশ না করতে বলা হয়েছে। যদি জরুরি প্রয়োজনে কেউ প্রবেশ করেন তাহলে জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্ট সাথে রাখতে হবে।

গতকাল  (২০ নভেম্বর) সোমবার এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন যেখানে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সী মো: মশিয়ার রহমান এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছেন। 

উল্লেখ্য যে গতকাল অধস্তন আদালতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিলো, এই অবস্থায় নিরাপত্তার স্বার্থে এ ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে। 

Join with us

পাঠান

Subscribe Now

Keep updated with the latest news!