Get the best experience by installing our app!

0:00

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের শীর্ষ পর্যায়ে একাধিক পদে রদবদল হয়েছে। বুধবার এক অফিস আদেশে শাকিল মেরাজকে বিমানের পরিচালক কর্পোরেট প্ল্যানিং অ্যান্ড ট্রেনিং (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার এক অফিস আদেশে শাকিল মেরাজকে বিমানের পরিচালক কর্পোরেট প্ল্যানিং অ্যান্ড ট্রেনিং (ভারপ্রাপ্ত) পদে নিয়োগ দেওয়া হয়। বর্তমানে তিনি বিমানের গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট বিভাগের মহাব্যবস্থাপক হিসেবে কর্মরত আছেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি দুই দায়িত্বই পালন করবেন বলে নির্দেশনা দেয়া হয় ।

এদিকে আরেক আদেশে বিমানের মতিঝিল জেলা বিক্রয় অফিসের মহাব্যবস্থাপক আশরাফুল আলমকে পরিচালক বিপণন ও বিক্রয়ের অতিরিক্ত পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

একই দিনে জারি করা আদেশে বিমানের ডিজিএম-ফ্লাইট সার্ভিস মনিরুজ্জামান খানকে প্রকিউরমেন্ট অ্যান্ড লজিস্টিক সাপোর্ট পরিদপ্তরে বদলি করা হয়েছে । নির্দেশে আরো বলা হয়, ডিজিএম রাশেদ মেহের চৌধুরীকে বিমান এয়ারলাইন্স ট্রেনিং সেন্টারে এবং ম্যানেজার (জনসংযোগ) মো. আল মাসুদ খানকে আইন উপ-বিভাগের দায়িত্ব পালন করবেন।  

সবগুলো আদেশ বিমানের ডিজিএম (পার্সোনাল) খন্দকার বাকী উদ্দিন আহম্মদ জারি করেছেন এবং এসব আদেশের অবিলম্বে কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছে।



 

Join with us

পাঠান

Subscribe Now

Keep updated with the latest news!