তফসিল অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ৭ই জানুয়ারী। আসন্ন এই নির্বাচনের প্রচারণা আগামীকাল বুধবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু করতে যাচ্ছেন আওয়ামী লীগের সভাপতি ও সরকারপ্রধান শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর নির্বাচনের প্রচারণা আগামীকাল সিলেটের হজরত শাহজালাল (র.) মাজার ও শাহপরানের (র.) মাজার জিয়ারত করে তারপর জনসভার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হবে।
সরকারপ্রধানের সফরসূচি অনুযায়ী জানা গেছে যে তিনি আগামীকাল অর্থাৎ বুধবার সকালে বিমানে করে ঢাকা থেকে সিলেটে পৌঁছাবেন এবং পৌঁছেই প্রধানমন্ত্রী হজরত শাহজালাল (র.) মাজার ও শাহপরানের (র.) মাজার জিয়ারত করবেন।
দুই সুফিসাধকের মাজার জিয়ারত করার পর প্রধানমন্ত্রীর নগরের সরকারি আলিয়া মাদ্রাসার মাঠে বিকেলে নির্বাচনী জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে।
আজ (১৯ ডিসেম্বর) জনসভা উপলক্ষে দুপুরে জনসভার মাঠ পরিদর্শন করেন দলের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকসহ স্থানীয় নেতারা৷ এসময় নেতারা বলেন যে এই সফর ঐতিহাসিক হতে চলেছে৷ এছাড়া তারা জানান যে এই জনসভায় আগামী দিনের নতুন ভিশন তুলে ধরবেন প্রধানমন্ত্রী৷
আগামীকালের এই জনসভায় অন্তত পাঁচ লাখ মানুষের সমাগম হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা৷
প্রধানমন্ত্রীর নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে পরদিন অর্থাৎ বৃহস্পতিবার (২১ই ডিসেম্বর) বিকেলে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার নির্বাচনী সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হবেন সরকারপ্রধান শেখ হাসিনা। তিনি বৃহস্পতিবার বিকেল ৩টায় দেশের রংপুর বিভাগের পঞ্চগড় ও লালমনিরহাট, রাজশাহী বিভাগের নাটোর ও পাবনা এবং চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়িতে ভার্চ্যুয়ালি নির্বাচনী জনসভায় বক্তব্য দিবেন বলে জানা গেছে।