কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসতে রাজি সরকার: আইনমন্ত্রী আনিসুল হক
জুল 18, 2024
আইনমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন, "পিতৃতুল্য হিসেবে অনুরোধ করছি, আন্দোলন থেকে সরে আসুন।
Similar topics for you...This topic continues below.
বছরের শেষনাগাদ এডিবি বাজেট সহায়তা দিবে ৪০০ মিলিয়ন ডলার, অর্থ উপদেষ্টা
আরব আমিরাতে দণ্ডপ্রাপ্ত সেই ৫৭ বাংলাদেশিকে ক্ষমা করেছেন প্রেসিডেন্ট
প্রয়োজনীয় সংবিধান সংস্কারের প্রস্তাব বাংলাদেশ জাসদের
সরকার কোটা ব্যবস্থা সংস্কারের পক্ষে মত জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বৃহস্পতিবার (১৮ জুলাই) জাতীয় সংসদ ভবনের টানেলের নিচে সাংবাদিকদের সাথে কথোপকথনে এ কথা জানান আইনমন্ত্রী।
তিনি বলেন, "আমাকে ও শিক্ষামন্ত্রীকে দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। শিক্ষার্থীরা চাইলে তাঁরা আজই আলোচনায় বসতে রাজি।"
“আন্দোলনকারীদের আলোচনার প্রস্তাবকে স্বাগত জানায় সরকার,” সাংবাদিকদের এ কথা জানান আইনমন্ত্রী।
তিনি জানান, “আগামী ৭ আগস্ট কোটার সংস্কার নিয়ে যে শুনানির কথা ছিল, তা এগিয়ে আনার ব্যবস্থা করা হবে।” তিনি অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দিয়েছেন আগামী রোববার আদালতে আপিল করতে, যেন শুনানির তারিখ এগিয়ে আনেন।
“তৃতীয়ত, আপনারা জানেন যে প্রধানমন্ত্রী তার ভাষণে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের ঘোষণা দিয়েছিলেন। সেই প্রেক্ষিতে আমরা হাইকোর্ট বিভাগের বিচারপতি খন্দকার দিলীরুজ্জামানকে এই কমিটির প্রধান করার প্রস্তাব করেছি। এই প্রস্তাব প্রধান বিচারপতির কাছে পাঠানো হবে।”
আইনমন্ত্রী শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, "পিতৃতুল্য হিসেবে আমি অনুরোধ করছি, আপনারা আন্দোলন থেকে সরে আসুন।"