খুলেছে ব্যাংক, ঝুঁকি বিবেচনায় খোলা হয়েছে শাখা

     আগ 6, 2024 / GMT+6

আজ দেশের সব অফিস আদালত, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খুলেছে। তবে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ঝুঁকি বিবেচনায় ব্যাংকগুলো তাদের শাখা খোলা রাখতে পারবে।

আজ দেশের সব অফিস আদালত খুলেছে। খুলেছে সব ব্যাংক ও।  কর্মকর্তারা সকাল ১০টা থেকে গ্রাহকদের ব্যাংক সেবা প্রদান শুরু করেছেন।  তবে পরিস্থিতি বিবেচনায় ব্যাংকগুলো শাখাগুলো খোলা থাকবে যাতে নিরাপত্তার বিষয়টি নিশ্চিত হয়।  এমনকি ব্যাঙ্ক গুলোকেও সে অনুযায়ী ব্যবস্থা নেয়ার কথা বলা হয়।  

এদিকে সোমবার (৫ আগস্ট) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)  মঙ্গলবার (৬ আগস্ট) থেকে সব খুলে দেওয়ার ঘোষণা দেন ।  

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক নিশ্চিত করেছেন যে, বাণিজ্যিক ব্যাংকগুলো সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত লেনদেন করবে। তবে ব্যাংক দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকবে।

 

Join with us

পাঠান

Subscribe Now

Keep updated with the latest news!