গাজার নিয়ন্ত্রণ এর আগের অবস্থান থেকে সরলেন নেতানিয়াহু
নভে 10, 2023
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার নিয়ন্ত্রণ ইস্যুতে যুদ্ধ শেষে গাজার নিয়ন্ত্রণ নেয়ার কথা জানিয়েছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু কিন্তু আগের অবস্থান থেকে সরে গেছেন তিনি। বৃহস্পতিবার ০৯ নভেম্বর এক সাক্ষাৎকারে তিনি জানান, যুদ্ধের পর গাজায় নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার কোনো পরিকল্পনা নেই ইসরায়েলের।
Similar topics for you...This topic continues below.
দুপুরের পর ফিরছেন সাজেকে আটকা ৭০০ পর্যটক!
মাথাচাড়া দিচ্ছে ডেঙ্গু! রোগ নির্ণয়ে দেরি, বাড়ছে জটিলতা!!
রাজধানী ঢাকায় ১০ ভারতীয় গ্রেফতার
‘আমরা গাজা জয় করতে চাই না, দখল করতে চাইনা এবং শাসনও করতে চাই না। আমরা চাই গাজায় এমন একটি নির্ভরযোগ্য বেসামরিক সরকার আসুক - যারা ইসরায়েলের ধ্বংস কামনা করবে না।’ ফক্স নিউজকে এ কথা বলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী।
তবে তিনি জানান, যুদ্ধ শেষ হওয়ার পর ভবিষ্যতে যদি গাজা উপত্যকা থেকে ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালানো হয়, তাহলে ফের উপত্যকায় প্রবেশ করবে ইসরায়েলি বাহিনী।
“আমরা গাজা জয় করতে চাই না, আমরা গাজা দখল করতে চাই না এবং আমরা গাজা শাসন করতে চাই না”, মি. নেতানিয়াহু বলেন।
তিনি বলেন, সেখানে একটা বেসামরিক সরকারের প্রয়োজন হবে, কিন্তু একই সাথে ইসরায়েলকে এটাও নিশ্চিত করতে হবে যে ৭ই অক্টোবরের মতো হামলা, যেখানে হামাস তাদের ১৪০০ জন নাগরিককে হত্যা করেছে, সেরকম আর ঘটবে না।
এ ব্যাপারে যমুনা টিভি জানায় -