গাজার সার্বিক নিরাপত্তার দায়িত্ব নেবে ‘ইসরাইল’!

     নভে 7, 2023 / GMT+6

হামাসের সাথে চলমান যুদ্ধ শেষ হলে তার দেশ অনির্দিষ্ট সময়ের জন্যে গাজা উপত্যকার সার্বিক নিরাপত্তার দায়িত্ব নেবে সোমবার (৬ নভেম্বর) এবিসি নিউজের সাথে এক সাক্ষাতকারে এমনটাই বলেছেন ইসরাইলী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন।

এবিসি নিউজের এ সাক্ষাৎকারে নেতানিয়াহু আরো বলেন, ‘গত ৭ অক্টোবর ইসরাইলে হামলা চালিয়ে হামাস যেসব নাগরিককে বন্দি করে নিয়ে গেছেন, তাদের মুক্তি না দিলে তিনি যুদ্ধবিরতি দেবেন না।’

নেতানিয়াহু বলেন, ‘মানবিক বিরতি হতে পারে। তবে তা হবে কৌশলগত বিরতি। অর্থাৎ এক ঘণ্টা বিরতি দিয়ে আবার এক ঘণ্টা যুদ্ধ চলবে। আমরা এর আগেও এটা করেছি।’


তবে তিনি বলেন, ‘আমরা মানবিক ত্রাণ প্রবেশ ও হামাসের হাতে বন্দি আমাদের নাগরিকদের মুক্তির পরিস্থিতির ওপর নির্ভর করে মানবিক বিরিতির কথা বিবেচনা করে দেখব।’

Join with us

পাঠান

Subscribe Now

Keep updated with the latest news!