গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ২৩২৯
অক্টো 15, 2023 / GMT+6
গাজায় ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, আকাশ থেকে ইসরায়েলের ছোড়া বোমায় আহত হয় ৯ হাজার ৭১৪ ফিলিস্তিনি।
ফিলিস্তিনের গাজা উপত্যকায় সপ্তাহের বেশি সময় ধরে চলা ইসরায়েলের বিমান হামলায় রোববার নাগাদ নিহতের সংখ্যা বেড়ে দুই হাজার ৩২৯ জনে দাঁড়িয়েছে।
গাজায় ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মন্ত্রণালয় জানায়, আকাশ থেকে ইসরায়েলের ছোড়া বোমায় আহত হয়েছে ৯ হাজার ৭১৪ ফিলিস্তিনি।
আল জাজিরা জানিয়েছে, হামাসের হামলায় ইসরায়েলে প্রায় ১ হাজার ৩০০ মানুষ নিহত হয়েছে।
ইসরায়েলের সমর্থনে পূর্ব ভূমধ্যসাগরে ফের বিমানবাহী রণতরি পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের প্রতি ‘সুদৃঢ় অঙ্গীকারের’ অংশ হিসেবে রণতরি পাঠানোর কথা জানানো হয়েছে দেশটির পক্ষ থেকে।