গাজায় গণহত্যায় সহযোগিতার অভিযোগে বাইডেনের বিরুদ্ধে মামলা
নভে 14, 2023
গাজায় গণহত্যা ঠেকাতে ব্যর্থ হওয়া এবং এতে সহযোগিতার অভিযোগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রীসহ প্রেসিডেন্ট বাইডেনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। মামলায় প্রেসিডেন্ট বাইডেন ছাড়াও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনকে অভিযুক্ত করা হয়েছে। সোমবার (১৩ নভেম্বর) মামলাটি মার্কিন ফেডারেল আদালতে করেছে নিউইয়র্ক-ভিত্তিক সেন্টার ফর কনস্টিটিউশনাল রাইটস (সিসিআর)।
Similar topics for you...This topic continues below.
দুপুরের পর ফিরছেন সাজেকে আটকা ৭০০ পর্যটক!
মাথাচাড়া দিচ্ছে ডেঙ্গু! রোগ নির্ণয়ে দেরি, বাড়ছে জটিলতা!!
রাজধানী ঢাকায় ১০ ভারতীয় গ্রেফতার
এক প্রতিবেদনে আজ মঙ্গলবার (১৪ নভেম্বর) এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
এই মামলায় অভিযোগের শুরুতে সিসিআর লিখেছে,
ইসরাইলি অনেক নেতা গাজায় গণহত্যা চালানোর স্পষ্ট আগ্রহ প্রকাশ করেছেন এবং ফিলিস্তিনিদের পশুর সঙ্গেও তুলনা করেছেন।
এছাড়া সিসিআর আরো বলছে,
গাজায় নজিরবিহীন বোমা হামলা শুরু করার পর জো বাইডেন ইসরাইলের প্রতি দৃঢ় সমর্থন ব্যক্ত করেন। তার মন্ত্রী পরিষদের গুরুত্বপূর্ণ অনেক সদস্যও ইসরাইলকে সমর্থন দিয়েছেন। বিপুলসংখ্যক ফিলিস্তিনি নিহত হলেও, ইসরাইলকে সামরিক, আর্থিক এবং রাজনৈতিকভাবে সহযোগিতা করছে বাইডেন প্রশাসন।
এছাড়া এই মামলায় ইসরাইলকে প্রতি বছর যুক্তরাষ্ট্রের পাঠানো ৩ দশমিক ৮ বিলিয়ন ডলার সামরিক সহায়তা বন্ধেরও আহ্বান জানিয়েছে নিউইয়র্ক-ভিত্তিক সেন্টার ফর কনস্টিটিউশনাল রাইটস।
এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণায়ের তথ্য অনুযায়ী ইসরায়েলি বাহিনীর গত ৩৭ দিনের বিরতিহীন অভিযানে গাজা উপত্যকায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে। যার মধ্যে প্রায় অর্ধেকই নারী এবং শিশু।