গাজায় মানবিক বিরতির যে শর্ত দিল ইসরায়েল, যুদ্ধবিরতি কার্যকর না করলে যুক্তরাষ্ট্রকে কঠিন আঘাত করা হবে ইরানের হুঁশিয়ারি
নভে 5, 2023 / GMT+6
মানবিক বিরতির সম্ভাবনার জন্য ইসরায়েল উন্মুক্ত রয়েছে তবে এতে অবশ্যই জিম্মিদের মুক্তির বিষয়টি অন্তর্ভুক্ত করতে হবে। রোববার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর জ্যেষ্ঠ উপদেষ্টা মার্ক রিজেভ এই মন্তব্য করেছেন। এদিকে অবরুদ্ধ গাজা উপত্যকায় ওয়াশিংটন যুদ্ধবিরতির ব্যবস্থা না করলে যুক্তরাষ্ট্রকে কঠিন আঘাত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ-রেজা আশতিয়ানি।
রোববার তিনি এই হুমকি দিয়েছেন বলে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটন যদি গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়ন না করে, তাহলে কঠিন আঘাতের মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র। মোহাম্মদ-রেজা আশতিয়ানি বলেছেন, ‘‘আমেরিকানদের প্রতি আমাদের পরামর্শ -- অবিলম্বে গাজায় যুদ্ধ বন্ধ এবং একটি যুদ্ধবিরতি কার্যকর করুন, অন্যথায় কঠিন আঘাত করা হবে।’’
তিনি বলেন, ‘‘এই সংঘাতে যুক্তরাষ্ট্র ‘সামরিকভাবে জড়িত’ বলে মনে করে ইরান।’’
এদিকে রোববার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর জ্যেষ্ঠ উপদেষ্টা মার্ক রিজেভ বলেন আমাদের দৃষ্টিকোণ থেকে যুদ্ধে বিরতি সংক্রান্ত যেকোনও চুক্তিতে জিম্মিদের মুক্তির বিষয়টি অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে।।
গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় ৬০ জিম্মি নিহত হয়েছেন বলে হামাসের দাবির বিষয়ে মার্ক রিজেভের কাছে জানতে চেয়েছিলেন বিবিসির সংবাদদাতা লিসে ডৌসেত। ইসরায়েলি প্রধানমন্ত্রীর জ্যেষ্ঠ এই উপদেষ্টা বলেছেন, ‘‘আমি এটা নিশ্চিত করতে পারছি না- এটা হামাসের মনস্তাত্ত্বিক প্রচারণার অংশ বলে আমার ধারণা।’’
‘‘তারা চায় আমরা তাদের ওপর হামলা চালানো বন্ধ করি। যে কারণে তারা বলছে, আমরা নিজেদের লোকজনকে হত্যা করছি। তারা চায় আমরা এটা বিশ্বাস করি। কিন্তু আসলে এটা সত্য নয়।’’
সর্বশেষ তথ্য মতে অবরুদ্ধ গাজা উপত্যকার ক্ষমতাসীনগোষ্ঠী হামাসের সাথে চার সপ্তাহ ধরে চলমান যুদ্ধে গাজায় স্থল হামলায় অংশ নেওয়ার পর এই উপত্যকার ভেতরে হামাসের হামলায় ইসরায়েলের অন্তত ৩২ সৈন্য নিহত হয়েছেন। এ নিয়ে হামাসের সাথে যুদ্ধে ইসরায়েলের সামরিক বাহিনীর সদস্যদের নিহতের সংখ্যা বেড়ে ৩৪৬ জনে পৌঁছেছে। আহত হয়েছেন আরও অনেকে।
DBC নিউজ এক প্রতিবেদনে জানায় -