Get the best experience by installing our app!

0:00

গত ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামীগোষ্ঠী হামাসের সাথে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত গাজায় ১৮ হাজার টন বোমা ফেলেছে ইসরায়েলি সামরিক বাহিনী। যা দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের হিরোশিমায় ফেলা বোমার তুলনায় প্রায় দেড় গুণ বেশি। গাজায় ইসরায়েলি বোমা ফেলার এই তথ্য জানিয়েছেন অবরুদ্ধ উপত্যকার কর্মকর্তারা।

গাজায় হামাস নিয়ন্ত্রিত সরকারি অফিসের গণমাধ্যমবিষয়ক প্রধান কর্মকর্তা সালামা মারুফ বলেন, ইসরায়েলি বাহিনী গাজায় ৮৫টি সরকারি ভবন ধ্বংস করেছে। পাশাপাশি গাজায় ৪৭টি মসজিদ একেবারে গুঁড়িয়ে দিয়েছে এবং তিনটি গির্জার ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে।

তিনি বলেন, ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় ২ লাখের বেশি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ৩২ হাজার ৫০০ ভবন পুরোপুরি বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। গাজায় ২০৩টি স্কুলে হামলা চালিয়ে সেগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে ইসরায়েল। ৪৫টি স্কুল পুরোপুরি পাঠদানের অযোগ্য হয়ে পড়েছে। তবে ইসরায়েলের হামলা বৃদ্ধি পাওয়ায় ক্ষয়ক্ষতির পুরো পরিসংখ্যান এখন পর্যন্ত তৈরি করা সম্ভব হয়নি।


এদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় গত ৪ সপ্তাহের অভিযানে উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের ১১ হাজারেরও বেশি স্থাপনা ধ্বংসের দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এসব স্থাপনার মধ্যে হামাসের কমান্ড সেন্টার, সেল, ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রসহ বিভিন্ন স্থাপনা রয়েছে।

বুধবার এক বিবৃতিতে এই তথ্য উল্লেখ করে আইডিএফ আরও জানিয়েছে, গাজায় হামাসের অধিকাংশ স্থাপনা লোকালয়ে এবং কোনো না কোনো স্কুল, স্বাস্থ্যকেন্দ্র কিংবা সরকারি ভবনের কাছে অবস্থিত।


অপরদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকাকে ইসরায়েলের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের ‘গোরস্তান’ বানানোর ঘোষণা দিয়েছে উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস। সেই সঙ্গে সামনের দিনগুলোতে কয়েকজন বিদেশি জিম্মিকে মুক্তি দেওয়া হবে বলেও জানিয়েছে এই গোষ্ঠীর সামরিক শাখা আল কাসেম ব্রিগেড।

আল কাসেম ব্রিগেডের মুখপাত্র আবু ওবেইদা মঙ্গলবার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এ সম্পর্কে বলেন, ‘আমরা আমাদের মধ্যস্থতাকারীদের ইতোমধ্যে জানিয়েছি যে, আগামী কয়েক দিনের মধ্যে আমরা বেশ কয়েকজন বিদেশি (জিম্মিকে) ছেড়ে দেবো।’

‘আমরা আরও জানিয়েছি যে, এই গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক ও রাজনৈতিক নেতৃত্বের গোরস্তান বানানোর আগ পর্যন্ত আমরা থামব না।’


গত ২৪ ঘণ্টায় হামাসের হামলায় গাজায় অন্তত ১১ ইসরায়েলি সৈন্য নিহত হয়েছেন। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত হামাসের হামলায় ইসরায়েলি সৈন্যদের প্রাণহানির এই ঘটনাকে ‘অত্যন্ত বেদনাদায়ক এবং বিশাল ধাক্কা’ বলে অভিহিত করেছেন।

Join with us

পাঠান

Subscribe Now

Keep updated with the latest news!