গাজা উপকূলে জাহাজ হাসপাতাল পাঠাচ্ছে ইতালি, মৃতের সংখ্যা ১০ হাজার ৮০০ ছাড়াল
নভে 10, 2023 / GMT+6
আহত ফিলিস্তিনিদের চিকিৎসা সহায়তা দিতে গাজা উপকূলে ভাসমান হাসপাতাল পাঠাচ্ছে ইতালি। জ্বালানি ও চিকিৎসা সরঞ্জামের অভাবে গাজার হাসপাতালগুলো বন্ধ হয়ে যাওয়ায় এ জাহাজ হাসপাতাল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটি। এদিকে গাজায় মৃতের সংখ্যা ১০ হাজার ৮০০ ছাড়াল যার মধ্যে ৪ হাজার ৪১২ জনই হলো শিশু।
ইজরায়েলের বর্বর হামলার পাশাপাশি অবরোধের কারণে জ্বালানি সংকটে মুখ থুবড়ে পড়েছে গাজার স্বাস্থ্য ব্যবস্থা। অবরুদ্ধ এই উপত্যকার বেশিরভাগ স্বাস্থ্য কেন্দ্রই এখন বন্ধ। জ্বালানি সংকটে বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক হাসপাতাল।
অসংখ্য ফিলিস্তিনিদের তাই চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে চালু থাকা অবশিষ্ট হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রগুলো। এই অবস্থায় ইতালি গাজার মানুষদের চিকিৎসা সেবা দিতে এই জাহাজ হাসপাতাল পাঠাচ্ছে।
এমন অবস্থায় গাজা উপকূলে ভাসমান জাহাজ হাসপাতাল পাঠাচ্ছে ইতালি বুধবার পশ্চিম ইতালির সিভিটাভেচ্ছিও বন্দর থেকে যাচ্ছে গাজার উদ্দেশ্যে রওনা দেয়।
এই ভাসমান হাসপাতালে থাকবেন ১৭০ জন চিকিৎসা কর্মী এছাড়া জরুরী সেবা দিতে থাকবেন ৩০ জন প্রশিক্ষিত জনবল।
ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইডো ক্রসেটো বলেন, ইতোমধ্যে এই অঞ্চলে দুইটি নৌযান অবস্থান করছে। সেখানেই জাহাজ দুইটিকে থাকার পরামর্শ দিয়েছেন।
তিনি আরও বলেন, আমরা এগুলো রাখার পরিস্থিতি পর্যালোচনা করছি। তবে আমি এগুলোকে সেখানে রাখার মত দিচ্ছি। এ ব্যাপারে আমার কোনো অনুশোচনা নেই।
এদিকে গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও ২৪৩ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে।
সর্বমোট মৃতের সংখ্যা ১০ হাজার ৮০০ ছাড়াল যার মধ্যে ৪ হাজার ৪১২ জনই হলো শিশু।