Info Nation বাংলাদেশ আন্তর্জাতিক খেলা ব্যবসা বাণিজ্য স্বাস্থ্য প্রযুক্তি নির্বাচন আরও

গাজা সংকটে দায়ী পশ্চিমারা, বিশ্বে বিশৃঙ্খলা দরকার যুক্তরাষ্ট্রের দাবি পুতিনের

     অক্টো 31, 2023

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডসহ মধ্যপ্রাচ্যজুড়ে চলমান সংকটের পেছনে পশ্চিমা দেশগুলোকে দায়ী করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এমনকি যুক্তরাষ্ট্রের বিশ্বব্যাপী একের পর এক বিশৃঙ্খলা দরকার বলেও মন্তব্য করেছেন তিনি। ৩১ অক্টোবর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

Similar topics for you...
This topic continues below.

দুপুরের পর ফিরছেন সাজেকে আটকা ৭০০ পর্যটক!
মাথাচাড়া দিচ্ছে ডেঙ্গু! রোগ নির্ণয়ে দেরি, বাড়ছে জটিলতা!!
রাজধানী ঢাকায় ১০ ভারতীয় গ্রেফতার

প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোমবার মধ্যপ্রাচ্যের সংকটের জন্য পশ্চিমকে দায়ী করেছেন। রাশিয়ার নিরাপত্তা পরিষদের সদস্য, সরকার এবং আইন প্রয়োগকারী সংস্থার প্রধানদের বৈঠকে দেওয়া ভাষণে তিনি এই অভিযোগ করেন।

প্রেসিডেন্ট পুতিন বলেন, ‘মার্কিন অভিজাত শাসক ও তাদের ‘স্যাটেলাইট’ গাজার ফিলিস্তিনিদের হত্যার পেছনে এবং ইউক্রেন, আফগানিস্তান, ইরাক ও সিরিয়ার সংঘাতের পেছনে রয়েছে।’

তিনি বলেন, ‘তাদের মধ্যপ্রাচ্যে ক্রমাগত বিশৃঙ্খলার প্রয়োজন। তাই (যুক্তরাষ্ট্র) সেই সব দেশকে অপমান করার জন্য যথাসাধ্য চেষ্টা করে যারা গাজা উপত্যকায় অবিলম্বে যুদ্ধবিরতির জন্য জোর দেয় এবং একইসঙ্গে রক্তপাত বন্ধ করতে ও সংকট সমাধানে সত্যিকারের অবদান রাখতে প্রস্তুত।’


হামাস ও ইসরায়েলের মধ্যে সংঘাত ছড়িয়ে পড়ার পর থেকে রাশিয়া গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি এবং দ্বি-রাষ্ট্রীয় সমাধানের বিষয়টিকে সমর্থন করে এসেছে। এছাড়া মস্কোতে হামাসের প্রতিনিধিদলকেও স্বাগত জানিয়েছে রাশিয়া। যদিও মস্কোর এই পদক্ষেপে ক্ষুব্ধ হয়েছে ইসরায়েল।


তিনি বলেন, ‘এই ট্র্যাজেডির পেছনে যারা আছে তাদের বিরুদ্ধে লড়াই করেই কেবল ফিলিস্তিনকে সাহায্য করা যেতে পারে। আমরা রাশিয়া এবং আমরা ‘বিশেষ সামরিক অভিযান’-এর প্রেক্ষাপটে তাদের বিরুদ্ধে লড়াই করছি। এই লড়াই নিজেদের জন্য এবং যারা সত্যিকারের স্বাধীনতার জন্য সংগ্রাম করে তাদের জন্য।’

প্রেসিডেন্ট পুতিন বলেন, ‘সংঘাত সমাধানের মূল চাবিকাঠি হলো একটি সার্বভৌম, স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করা। যদিও এটি ওয়াশিংটনের ঘোষিত কোনও লক্ষ্য নয়।’


সোর্স : ঢাকা পোস্ট 

Share on

Subscribe Now

Keep updated with the latest news!