গাজা সিটি ঘিরে ফেলেছে ইসরায়েলি বাহিনী, নিহতের সংখ্যা ৯ হাজার ছাড়িয়েছে
নভে 3, 2023
হামাসের গাজা শহরের নিয়ন্ত্রণে রয়েছে যা ইসরায়েলি বাহিনী চারদিক থেকে ঘিরে রেখেছে। তারা সেখানে চূড়ান্ত আক্রমণ করার জন্য প্রস্তুত হচ্ছে। বৃহস্পতিবার ইসরাইল এ তথ্য জানিয়েছে। এরই মধ্যে গাজায় ইসরায়েলি হামলা ও অভিযানের মুখে ফিলিস্তিনের ৯ হাজারের বেশি মানুষের প্রাণ গেছে।
Similar topics for you...This topic continues below.
দুপুরের পর ফিরছেন সাজেকে আটকা ৭০০ পর্যটক!
মাথাচাড়া দিচ্ছে ডেঙ্গু! রোগ নির্ণয়ে দেরি, বাড়ছে জটিলতা!!
রাজধানী ঢাকায় ১০ ভারতীয় গ্রেফতার
ড্যানিয়েল হাগারি নামে একজন ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র সাংবাদিকদের বলেন, ইসরায়েলি সেনারা গাজা সিটি ঘিরে ফেলার কাজ পুরোপুরি শেষ করেছে।
ইসরায়েলি প্রশাসন সাধারণ ফিলিস্তিনিদের গাজার উত্তর দিক থেকে দক্ষিণ দিকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে। খবর আলজাজিরার।
ইসরায়েল গত তিন সপ্তাহের বেশি সময় ধরে গাজা উপত্যকাটি অবরুদ্ধ করে নির্বিচার হামলা চালিয়ে আসছে । আবার গত শুক্রবার থেকে সেখানে শুরু হয়েছে ইসরায়েলি সীমিত আকারে স্থল অভিযান।
এরই মধ্যে গাজায় ইসরায়েলি হামলা ও অভিযানের মুখে ফিলিস্তিনের ৯ হাজারের বেশি মানুষের প্রাণ গেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করেছেন।স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, গত ৭ অক্টোবর থেকে চলা গাজায় ইসরায়েলের হামলায় গত ২৬ দিনে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৬১। এ ছাড়া গাজায় ৩২ হাজার মানুষ আহত হয়েছেন বলে জানানো হয়। নিহতদের মধ্যে শিশুর সংখ্যা ৩ হাজার ৭৬০ আর নারী ২ হাজার ৩২৬ জন উল্লেখ করা হয়।
তার এমন তথ্য দেওয়ার মাত্র কয়েক ঘন্টা আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, গাজায় বর্তমানে যুদ্ধের সর্বোচ্চ পর্যায়ে আছেন তারা। এছাড়া গাজার মধ্যাঞ্চল ও সবচেয়ে জনবহুল এলাকা গাজা সিটির ভেতর ইসরায়েলি সেনারা প্রবেশ করেছে বলেও দাবি করেছেন তিনি।
এদিকে ইসরায়েল থেকে চিলি ও কলম্বিয়ার রাষ্ট্রদূত প্রত্যাহারের ঘোষণার পর চলমান হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েল থেকে ‘অবিলম্বে’ নিজেদের রাষ্ট্রদূত প্রত্যাহার করার ঘোষণা দিয়েছে জর্ডান। দেশটির অভিযোগ, ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েল ‘নজিরবিহীন মানবিক বিপর্যয়’ তৈরি করেছে। একই সঙ্গে ইসরায়েলকেও জর্ডান থেকে তাদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নিতে বলা হয়েছে।
এদিকে একের পর এক ধ্বংস হচ্ছে ইসরাইলের ট্যাংক এমনটাই জানিয়েছে DBC News, -