Info Nation বাংলাদেশ আন্তর্জাতিক খেলা ব্যবসা বাণিজ্য স্বাস্থ্য প্রযুক্তি নির্বাচন আরও

গাজা সীমান্তে ইসরায়েলি ট্যাংকে হামলার দাবি, ইসরায়েলের তেল আবিবে রকেট হামলা

     অক্টো 21, 2023

দখলদার ইসরায়েলের দক্ষিণ ও মধ্যাঞ্চলে রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। শনিবার (২১ অক্টোবর) তেল আবিব, বাত ইয়াম, আসদোদ এবং ইয়েভনেকে লক্ষ্য করে এসব রকেট ছোড়া হয়। গাজা সীমান্তে জড়ো করা ইসরায়েলের একটি ট্যাংকে হামলা চালানোর দাবি করেছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস।

Similar topics for you...
This topic continues below.

দুপুরের পর ফিরছেন সাজেকে আটকা ৭০০ পর্যটক!
মাথাচাড়া দিচ্ছে ডেঙ্গু! রোগ নির্ণয়ে দেরি, বাড়ছে জটিলতা!!
রাজধানী ঢাকায় ১০ ভারতীয় গ্রেফতার

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল শনিবার (২১ অক্টোবর) এক প্রতিবেদনে জানিয়েছে, হামাস দাবি করেছে, গাজা সীমান্তের খান ইউনিস শহর থেকে ইসরায়েলের ট্যাংককে লক্ষ্য করে একটি ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছুড়েছে তারা।

তবে ট্যাংকের উপর হামাসের হামলার ব্যাপারে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য দেয়নি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

শনিবার (২১ অক্টোবর) তেল আবিব, বাত ইয়াম, আসদোদ এবং ইয়েভনেকে লক্ষ্য করে হামাস রকেট ছোড়ে।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, এসব রকেট কোথাও সরাসরি আঘাত হানা বা এগুলোর আঘাতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আইএল রেড অ্যালার্ট নামক একটি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে রকেট হামলার ব্যাপারে সতর্কতা দেওয়া হয়। এতে বলা হয়, ১৮ জায়গায় রকেট হামলার ব্যাপারে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

সেগুলো হলো, ডান— তেল আবিব-সিটি সেন্টার, তেল আবিব-দক্ষিণ এবং জাফফা, বাত ইয়াম।

লাখিস— আসদোদ- উত্তরাঞ্চলের শিল্পাঞ্চল, আসদোদ- আলেফ, বেত, দালেত, হেহ।

এসব রকেট কোথা থেকে ছোড়া হয়েছে সেটি উল্লেখ করেনি টাইমস অব ইসরায়েল। তবে এর আগে তেল আবিবসহ অন্যান্য শহরে যেসব রকেট হামলা হয়েছে সেগুলো চালানো হয়েছিল অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে।

Share on

Subscribe Now

Keep updated with the latest news!