গেম চেঞ্জার হতে পারে এক কোটি স্মার্ট ফ্যামিলি কার্ড
নভে 20, 2023
এক কোটি স্মার্ট কার্ড তৈরি করতে যাচ্ছে সরকার যার ব্যয় হচ্ছে সাড়ে ১৭ কোটি টাকা বলে জানিয়েছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। টিসিবি বলছে দেশ বদলের ট্রাম কার্ড হতে পারে এই কার্ড আর সেভাবেই কেন্দ্রীয় ডেটাবেজ তৈরি করা হচ্ছে। অর্থনীতিবিদরাও বলছেন যে এক কার্ডে সামাজিক সুরক্ষার সব সুবিধা ও নীতিতে চললে পাল্টে যাবে বাংলাদেশ!
Similar topics for you...This topic continues below.
বছরের শেষনাগাদ এডিবি বাজেট সহায়তা দিবে ৪০০ মিলিয়ন ডলার, অর্থ উপদেষ্টা
আরব আমিরাতে দণ্ডপ্রাপ্ত সেই ৫৭ বাংলাদেশিকে ক্ষমা করেছেন প্রেসিডেন্ট
প্রয়োজনীয় সংবিধান সংস্কারের প্রস্তাব বাংলাদেশ জাসদের
জাতীয় পরিচয়পত্রের বা এনআইডি এর আদলে করা এসব স্মার্ট ফ্যামিলি কার্ডটিতে সিকিউরিটি হলোগ্রামসহ কয়েক স্তরের নিরাপত্তায় সংরক্ষণ করা হচ্ছে যা কার্ডধারীকে শনাক্ত করার প্রাথমিক তথ্য। এছাড়া অত্যাধুনিক প্রযুক্তি হিসেবে বারকোড বা কিউআর কোড সুবিধা রাখা হয়েছে এসব কার্ডে।
একটি পরিবারে যেন একাধিক কার্ড না যায়, সেজন্য জনপ্রতিনিধিদের পাঠানো মোবাইল নম্বর, এনআইডি নম্বরসহ সব তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে স্বয়ংক্রিয়ভাবে। তথ্য যাচাই-বাছাই করার পর পাঠানো হচ্ছে কার্ড তৈরির জন্য। তাই যদি কেউ ভুল তথ্য বা জালিয়াতি করে তাহলে আটকে যাচ্ছে প্রথম ধাপেই।
মূলত দরিদ্র ও অতিদরিদ্র মানুষের সংখ্যা সোয়া ৪ কোটিরও কম যাদের ঘিরেই চলছে সামাজিক সুরক্ষাসহ সরকারের সব বিশেষ কর্মসূচি। একটি পরিবারে ৫ জন ধরে দেশের ৫ কোটি মানুষকে ফ্যামিলি কার্ডের আওতায় নিয়ে আসা হচ্ছে বলে দাবি সরকারের। অর্থাৎ, দরিদ্র ও অতিদরিদ্র সব মানুষই আসছেন এ স্মার্ট ফ্যামিলি কার্ড এর আওতায়।
কার্ড তৈরিকারি প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেকট্রাম সলিউশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আবদুল্লাহ আল মামুন বলেন, দীর্ঘদিন ধরে পাইলটিং করে একটি ফাইন টিউনিং অবস্থায় নিয়ে আসা হয়েছে এই কার্ডগুলো। একটি পরিবারের জন্য একটিই কার্ড। এছাড়া একই পরিবারের সবার তথ্য এই কার্ডে যুক্ত করার ব্যবস্থা রাখা হয়েছে বলে জানান তিনি।
এক কোটি পরিবারের এ কেন্দ্রীয় ডেটাবেজে পুল বা পুশ পদ্ধতিতে সরকারের অন্যান্য কর্মসূচির তথ্য পাঠালেই দেখা যাবে, সুবিধাটি কোন পরিবারের সদস্য পাচ্ছেন। আর এভাবে খুব সহজেই জানা যাবে নিম্ন আয়ের একটি পরিবার কতগুলো সুবিধা পাচ্ছে যা দেখে সরকার সিদ্ধান্ত নিতে পারবে যে উক্ত পরিবারের সহায়তা কমাতে হবে, নাকি আরও দিতে হবে। টিসিবি'র চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসান জানান এভাবেই স্মার্ট কার্ডের ডিজাইন করা হয়েছে ।
বাণিজ্য মন্ত্রণালয় বলছে, চলতি বছরেই ৭৫ লাখ আর আগামী বছরের শুরুতে আরও ২৫ লাখ স্মার্ট ফ্যামিলি কার্ড তৈরী হচ্ছে আর এসব কার্ড পরিবারে পৌঁছে দিতে নিরলস কাজ করছে টিসিবি।
সোর্স : সময় টিভি