গ্যাসের সংকট কমবে কবে, জানালেন প্রতিমন্ত্রী
জুল 4, 2024
বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ প্রকাশ করেছেন যে, বর্তমানে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে গ্যাস সংকট দেখা দেওয়া গিয়েছে, কিন্তু এই সমস্যা আগামী ১৫ জুলাইর পর কখনোই হবে না।
Similar topics for you...This topic continues below.
বছরের শেষনাগাদ এডিবি বাজেট সহায়তা দিবে ৪০০ মিলিয়ন ডলার, অর্থ উপদেষ্টা
আরব আমিরাতে দণ্ডপ্রাপ্ত সেই ৫৭ বাংলাদেশিকে ক্ষমা করেছেন প্রেসিডেন্ট
প্রয়োজনীয় সংবিধান সংস্কারের প্রস্তাব বাংলাদেশ জাসদের
বৃহস্পতিবার (৪ জুলাই), সচিবালয়ের মন্ত্রণালয় সভাকক্ষে 'বাজেট পরবর্তী' সংবাদ সম্মেলনে নসরুল হামিদ বলেন, সেপ্টেম্বরে বৃহত্তর বন্যা হলে দেশের কী প্রস্তুতি নেয়া দরকার সেটা নিয়ে পরিকল্পনা করা হচ্ছে। এই ক্ষয়ক্ষতি কমাতে ভবিষ্যতে পরিকল্পনা চলছে। বাংলাদেশে প্রায় ৭০০ নদী আছে এবং বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ করা কঠিন কাজ। তবে, বর্তমানে সরকার এই পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে। আগামী ১৫-১৬ জুলাইতে সারা দেশে গ্যাসের সরবরাহ নিরবচ্ছিন্ন হবে এবং আদানের জন্য বিদ্যুৎ সরবরাহ শুরু হবে বলে তিনি জানান।
তিনি জানিয়েছেন, গত ৩০ জুন ২০২৪-২৫ অর্থবছরের বাজেট পাস হয়েছে এবং এবার জ্বালানি বিভাগের হিসাবে এক হাজার ৮৬ কোটি টাকা বরাদ্দ রয়েছে। জ্বালানি বিভাগ সাধারণত তাদের নিজস্ব অর্থে গ্যাস ও তেল কেনার ব্যপারে ব্যয় করে। তবে, উন্নয়নের ক্ষেত্রে প্রকল্প বাস্তবায়নে সরকারের কিছু অর্থ প্রয়োজন হতে পারে, যার পরিমাণ হল এক হাজার ৮৬ কোটি টাকা।
তিনি এছাড়াও জানিয়েছেন যে, সৈয়দপুর বিদ্যুত কেন্দ্রে বাস্তবায়নে মন্ত্রণালয়ের কিছু সহায়তা প্রয়োজন। এবারের বাজেটের মূল লক্ষ্য ছিল দেশে নিরবচ্ছিন্ন বিদ্যুত সরবরাহ করা। এছাড়াও, জ্বালানি সাশ্রয়ের বিষয়টিও মাথায় রেখে বাজেট তৈরি করা হয়েছে বলে তিনি উল্লেখ করেছেন।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী জানিয়েছেন, ২০২৫ সালের মধ্যে ৬ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের চেষ্টা চলছে। তবে, এই সিস্টেম কোনো সময় ব্যর্থও হতে পারে, তাই সোলারকে স্মার্ট গ্রিডে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা আছে বলে তিনি উল্লেখ করেছেন।