আসন্ন ২০২৪ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পাওয়ার আজ সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে চতুর্থ দিনের মতো শুনানি শেষে আরো ৪৬ জন তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন।

আজ বুধবারের (১২ ডিসেম্বর) ঢাকার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সকাল ১০টায় শুনানি শুরু হয়। শুনানিতে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে করা ৯৯টি আপিলের শুনানি হয় এবং এসব আপিলের ওপর শুনানি শেষে আরো ৪৬ জন তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন বলে জানা গেছে।  

এছাড়া শুনানিতে আপিল নামঞ্জুর হয়েছে ৫১ জনের এবং আপিল স্থগিত রয়েছে ২টি।

এদিকে আজ বুধবার (১৩ ডিসেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সফল করতে ভোটারদের কেন্দ্রে আসার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

ড. এ কে আব্দুল মোমেন বলেন যে বিশ্বের অন্য দেশে ভোট না দিলে জরিমানা হয় কিন্তু আমরা তা করি না। তিনি বলেন যে আমরা ভোটারদের কেন্দ্রে আসার আহ্বান জানাই। এসময় তিনি জানান যে আপনি যাকে খুশি ভোট দেন সেই ব্যবস্থা আমরা নেবো।
 
পররাষ্ট্রমন্ত্রী বলেন যে আমাদের আসন্ন নির্বাচনের দিকে সারাবিশ্বের মানুষ তাকিয়ে আছে। আমরা চাই ভোটাররা দলে দলে উৎসবমুখর পরিবেশে ভোট দিতে আসবেন বলে যোগ করেন পররাষ্ট্রমন্ত্রী।    

Join with us

পাঠান

Subscribe Now

Keep updated with the latest news!