Get the best experience by installing our app!

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক শিশুকে ফেনী থেকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে চমেক হাসপাতাল থেকে চুরি হয়েছিল শিশুটি। এরপর একইদিন রাতেই ফেনীর পরশুরাম থেকে উদ্ধার করা হয় শিশুটিকে।

সূত্র মতে জানা গেছে যে শিশুটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) এর নিওনেটাল ওয়ার্ডের ইনটেনসিভ কেয়ার ইউনিট (এনআইসিইউ) থেকে চুরি হয় মঙ্গলবার দুপুরে। শিশুটির বয়স ছিল মাত্র পাঁচদিন। চট্টগ্রামের লোহাগাড়া এলাকার বাসিন্দা আবু মো. নোমান ও আসমা আক্তার দম্পতির নবজাতক সন্তান ছিল।  

চুরি হওয়ার গত পাঁচ দিন ধরে চমেক হাসপাতালের এনআইসিইউ ওয়ার্ডে ভর্তি ছিল। এ ঘটনার প্রেক্ষিতে অভিযুক্ত নাসিমা আক্তার (২৩) ও খারু আক্তার (৪২) নামে দুই নারীকে আটক করে পুলিশ এবং তাদের দুইজনের বাড়ি ফেনীর পরশুরাম উপজেলার।  

হাসপাতালের নিয়ম অনুযায়ী আইসিইউতে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত শিশুর কাছে কোনো অভিভাবক ছিল না। এরপর মঙ্গলবার দুপুর ২টার পর হাসপাতালের ওয়ার্ডে গিয়ে শিশু চুরির বিষয়টি বুঝতে পারেন তারা। তাৎক্ষণিক তারা এ ঘটনা হাসপাতালের চিকিৎসক ও নার্সকে জানান আর পরবর্তীতে সিসি ক্যামেরার ফুটেজ দেখে অভিযুক্ত ওই দুইজনকে শনাক্ত করা হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান জানান যে তারা শিশু চুরির অভিযোগ পাওয়ার পর পুলিশকে বিষয়টি অবগত করেন এবং  সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে শিশুটিকে নিয়ে যাওয়া নারীকে শনাক্ত করা হয়। এরপর একইদিন এই পুলিশ তাৎক্ষণি অভিযান শুরু করে শিশুটিকে উদ্ধার করে।

পাঁচলাইশ থানার উপ পরিদর্শক (এসআই) মো. রোকনুজ্জামান জানান যে রাতে শিশুটিকে ফেনী থেকে উদ্ধার করা হয়েছে। তারা এ ঘটনায় অভিযুক্ত দুইজনকে আটক করেছেন। এরপর উদ্ধারকৃত শিশুকে চিকিৎসার জন্য আবারও হাসপাতালে ভর্তি করা হয়।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন

Join with us

পাঠান

Subscribe Now

Keep updated with the latest news!