চিত্রনায়িকা মৌসুমীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
আগ 3, 2024
ঢাকার একটি আদালত আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের চেক ডিজ-অনার মামলায় নায়িকা মৌসুমীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। গ্রেপ্তার-সংক্রান্ত তামিল প্রতিবেদন জমা দেওয়ার জন্য আগামী ১৬ অক্টোবর দিন ধার্য করা হয়েছে।
Similar topics for you...This topic continues below.
সন্তান চাওয়ায় স্বামীকে ডিভোর্স অভিনেত্রী সোফিয়ার
বিশ্বের পঞ্চম প্রভাবশালী নারীর আসনে পপতারকা ও অভিনেত্রী টেইলর সুইফট
বলিউডে তিন দশকের রাজত্ব, এবার পুরো ভারত জুড়ে সিনেমা হল খুলছেন সালমান খান
আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের ১ লাখ ৬ হাজার ২১১ টাকার চেক ডিজ-অনারের অভিযোগে, গত বছরের ৩ ডিসেম্বর ঢাকার একটি আদালতে মামলা করেন আইপিডিসির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এম এম মুশফিকুর রশীদ। মামলায় অভিযুক্ত হলেন অভিনেত্রী আরিফা পারভিন জামান মৌসুমী।
আদালত মামলাটি আমলে নিয়ে অভিনেত্রী মৌসুমীকে হাজির হওয়ার জন্য সমন জারি করেন। প্রথমে গুলশান-১-এর বাসায় সমন পাঠানো হয়। তা ফেরত এলে ২৮ এপ্রিল তার বসুন্ধরা আবাসিকের বাসায় নতুন সমন পাঠানো হয়। এদিনও আদালতে উপস্থিত না হওয়ায়, ২৪ জুলাই তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
মামলার বাদী এম এম মুশফিকুর রশীদ গণমাধ্যমকে জানিয়েছেন, অভিনেত্রী মৌসুমীর বিরুদ্ধে চেক ডিজ-অনারের অভিযোগে মামলা করা হয়েছে। মৌসুমীকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হলেও, তিনি উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের আইনজীবী আবু আল নাহিদ গণমাধ্যমকে জানিয়েছেন, চিত্রনায়িকা মৌসুমীর বিরুদ্ধে চেক ডিজঅনারের মামলা দায়ের করা হয়েছে। আদালতে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।