ইনফো ন্যাশন বাংলাদেশ আন্তর্জাতিক খেলা ব্যবসা বাণিজ্য স্বাস্থ্য প্রযুক্তি নির্বাচন আরও

ছেলেদের পিছিয়ে পড়ার কারণ খুঁজতে বললেন প্রধানমন্ত্রী, এইচএসসিতে কোন বোর্ডে পাসের হার কত ?

     নভে 26, 2023

আজ রোববার (২৬ নভেম্বর) বেলা ১১টায় ওয়েবসাইট ও নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে ফল প্রকাশ করা হয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও সমমান পরীক্ষার। যেখানে দেশের ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৭৮ দশমিক ৬৪ শতাংশ। এর মধ্যে সবচেয়ে বেশি পাসের হার কারিগরি শিক্ষা বোর্ডে। তবে এবারের এইচএসসি পরীক্ষায় ছাত্রদের চেয়ে ছাত্রীদের পাসের হার বেশি থাকায় ছাত্রীদের ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Similar topics for you...
This topic continues below.

অভ্যুত্থানে শহীদ পরিবার ৫ লাখ, আহতরা সর্বোচ্চ এক লাখ টাকা করে পাচ্ছেন
বছরের শেষনাগাদ এডিবি বাজেট সহায়তা দিবে ৪০০ মিলিয়ন ডলার, অর্থ উপদেষ্টা
আরব আমিরাতে দণ্ডপ্রাপ্ত সেই ৫৭ বাংলাদেশিকে ক্ষমা করেছেন প্রেসিডেন্ট

আজ রোববার (২৬ নভেম্বর) সকাল ১০টায় গণভবনে শিক্ষামন্ত্রী ও বোর্ডের চেয়ারম্যানরা নিজ নিজ বোর্ডের ফলাফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন।

ফলাফলে দেখা গেছে যে এবার দেশের ১১টি শিক্ষা বোর্ড এ মোট পাস করেছেন ১০ লাখ ৬৭ হাজার ৮৫২ জন পরীক্ষার্থী। এর মধ্যে শুধু ৯টি সাধারণ শিক্ষাবোর্ডে পাসের হার ৭৫ দশমিক ৯ শতাংশ।
 
তবে দেখা গেছে গতবারের ফলাফলের তুলনায় এবার মোট পাসের হার কমেছে। গতবার পাসের হার ছিল ৮৫ দশমিক ৯৫ শতাংশ যা এবারের তুলনায় ৭ শতাংশ কমেছে।

ফলাফলে দেখা গেছে যে এবার সবচেয়ে বেশি পাসের হার হচ্ছে বরিশাল শিক্ষা বোর্ডে যা ৮০.৬৫ শতাংশ। এরপর ঢাকা বোর্ডে পাশের হার ৭৯.৪৪, রাজশাহী বোর্ডে ৭৮.৪৫, কুমিল্লা বোর্ডে ৭৫.৩, চট্টগ্রাম বোর্ডে পাশের হার ৭৪.৪৫, সিলেট বোর্ডে ৭১.৬২, ময়মনসিংহ ও দিনাজপুর বোর্ডে পাশের হার ৭০.৪৪ এবং যশোর বোর্ডে ৬৯.৮৮ শতাংশ। 

কারিগরি শিক্ষা বোর্ডে ৯১.২৫ এবং বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ডের অধীনে আলিম পরীক্ষায় ৯০ দশমিক ৭৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে সবসময় শুনতে হয় জেন্ডার ইকুয়ালিটি। তিনি বলেন যে  এখন তো দেখি উল্টো হচ্ছে, ছেলেরা মেয়েদের থেকে পিছিয়ে যাচ্ছে। এছাড়া তিনি বলেছেন প্রতিবার দেখি মেয়েদের পাসের হার বেড়ে যাচ্ছে। এখন ছেলেদের পিছিয়ে যাওয়ার কারণ খুঁজে বের করতে হবে বলে মন্তব্য করেন তিনি।

মেয়েরা পাসের হারে এগিয়ে থাকায় অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, 


ছেলেদের বলছি তোমরা পিছিয়ে থেকো না। তোমরা পড়াশোনা করে সমান তালে চলো, সেটাই আমরা চাই। জিপিএতেও মেয়েরা এগিয়ে। যাই হোক আমি ছেলে-মেয়ে সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানাই।

এছাড়া যারা এবারের পরীক্ষায় যারা উত্তীর্ণ হতে পারেনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের প্রতি সহানুভূতিশীল হওয়ার অনুরোধ জানান।

Share on

পাঠান

Subscribe Now

Keep updated with the latest news!